নব্যেন্দু হাজরা: দাবদাহে পুড়েছে বাংলা। আর এই গরমেই রাজ্যে বিক্রি হয়েছে রেকর্ড সংখ্যক বিয়ার (Beer)। বিপুল আয় করেছে রাজ্যের আবগারি দপ্তর। সূত্রের খবর, চাহিদা এতটাই যে জোগান দিতে পারছে না বিয়ার প্রস্তুতকারক সংস্থাগুলি। ফলে বিয়ারের সংকট তৈরি হয়েছে রাজ্য়ে।
আবগারি দপ্তর সূত্রে খবর, এপ্রিল মাসে রাজ্যে প্রায় ২৫ লক্ষ কেস বিয়ার বিক্রি হয়েছে। যা সর্বকালীন রেকর্ড। যার দরুণ প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে আবগারি দপ্তর। হিসেব বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে সবথেকে বেশি সংখ্যক বিয়ার বিক্রি হয়েছিল। বিকিকিনি হয়েছিল ১৮ লক্ষ কেস বিয়ারের। সেই রেকর্ড এবার কার্যত ভেঙে গিয়েছে। জানা গিয়েছে, গত অর্থবর্ষের এপ্রিলের তুলনায় চলতি এপ্রিলে দ্বিগুণ সংখ্যক বিয়ার বিক্রি হয়েছে। শুধু বিয়ার নয়, বিদেশি মদের বিক্রিও বেড়েছে। গতবারের তুলনায় ১০ শতাংশ বেড়েছে বিদেশি ব্র্যান্ডের মদের বিক্রিও।
[আরও পড়ুন; বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে ‘সুপ্রিম’ নির্দেশ প্রসঙ্গে মুখ খুললেন তাপস মণ্ডল, কী বললেন?]
চাহিদা অনুযায়ী রাজ্য়ে বিয়ারের জোগান নেই বলে সূত্রের খবর। গত বছরের বিক্রির কথা মাথায় রেখে এবার বিয়ার উৎপাদক সংস্থাগুলিকে অতিরিক্ত বিয়ার উৎপাদনের কথা বলেছিল আবগারি দপ্তর। তারপরেও জোগান দেওয়া সম্ভব হয়নি। নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের বিয়ারের সংকট হয়েছে। বলে মাসে ৩০ লক্ষ কেস বিয়ার উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।