shono
Advertisement
Cooch Behar

SIR প্রশিক্ষণ শিবিরে যাওয়ার আগেই আক্রান্ত বিজেপির BLA-রা! 'আভ্যন্তরীণ দ্বন্দ্ব' তকমা তৃণমূলের

ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।
Published By: Suhrid DasPosted: 05:12 PM Nov 03, 2025Updated: 05:12 PM Nov 03, 2025

বিক্রম রায়, কোচবিহার: এসআইআর প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার কথা ছিল বিজেপির বিএলএ সদস্যদের। কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁরা আক্রান্ত হলেন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফে তাঁদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের ১ নম্বর ব্লকে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়। তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

বাংলায় এসআইআরের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলায় জেলায় প্রশিক্ষণ শিবিরও শুরু হয়েছে। আজ, সোমবার কোচবিহারের ১ নম্বর ব্লকের বিডিও অফিসে বিএলএ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। কোচবিহারের একাধিক জায়গার বিজেপির তরফেও বিএলএ ২ সদস্যদের বাছাই করা হয়েছে। এদিন বিজেপির জনা কয়েক বিএলএ ২ সদস্য বিডিও অফিসে যোগ দিতে গিয়েছিলেন। অভিযোগ সেসময় তাঁদের উপর হামলা চালানো হয়।

তৃণমূল কংগ্রেসের লোকজন বিজেপির ওই সদস্যদের লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় কমপক্ষে সাতজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর জখম তিনজন বলে দাবি বিজেপির। তাঁদের কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে চিকিৎসা করানো হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে, বিডিওর তরফে পুলিশকে কোনও খবর দেওয়া হয়নি। বিজেপির তরফে পুলিশে খবর দেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

ঘটনা নিয়ে ওই এলাকায় শুরু হয়েছে চাপা রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের তরফে বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বাংলার শাসক দলের দাবি, বিজেপির সাংগঠনিক দুর্বলতার জেরে প্রশাসনের ডাকা ওই প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আসতে পারল না।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার কথা ছিল বিজেপির বিএলএ সদস্যদের।
  • কিন্তু সেখানে যাওয়ার আগেই তাঁরা আক্রান্ত হলেন বলে অভিযোগ।
  • তৃণমূল কংগ্রেসের তরফে তাঁদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
Advertisement