shono
Advertisement
BJP Rally

মমতার মিছিলে শঙ্কিত! এবার মতুয়াগড়ে পদযাত্রা বিজেপির, থাকবেন মিঠুনও

কী বলছে তৃণমূল?
Published By: Tiyasha SarkarPosted: 02:05 PM Dec 02, 2025Updated: 04:55 PM Dec 02, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এসআইআর আতঙ্কে (SIR Fear) কাঁটা মতুয়ারা। তাঁদের পাশে থাকার বার্তা দিতে সম্প্রতি মতুয়াগড়ে মিছিলে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পালটা কর্মসূচি ঘোষণা করল বিজেপি। আগামী ৬ ডিসেম্বর ঠাকুরনগরে মিছিল করবে পদ্মশিবির। তাতে শামিল হবেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল দেখে ভয় পেয়েছে বিজেপি। ভোটার হারানোর আশঙ্কায় পথে নামছে। এসব করে লাভ হবে না বলেই দাবি ঘাসফুল শিবিরের। 

Advertisement

রাজ্যজুড়ে চলছে এসআইআর (SIR in Bengal) অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। কমিশন সাফ জানিয়েছেন গোটা প্রক্রিয়াটা ঠিক কী, কীভাবে কাজ হবে। তা সত্ত্বেও আমজনতার মনে বহু প্রশ্নের ভিড়, ভয়। মতুয়াদের একাংশ মনে করছেন এসআইআরের ফলে তাঁদের অনেকের নাম বাদ যেতে পারে। সে কারণেই এর প্রতিবাদে সরব মতুয়াদের একাংশ। মমতাবালাপন্থীরা অনশনের পথেও হেঁটেছিলেন। ১৩ দিন পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিয়ে অনশন প্রত্যাহার করেন তাঁরা। সেই ঘটনার পরই মতুয়াদের পাশে থাকার বার্তা দিতে খোদ মুখ্যমন্ত্রী মতুয়াগড়ে মিছিল ও সভা করেন মমতা।

বিজেপির দাবি, মতুয়াদের ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর পদক্ষেপ আদতে মতুয়াবিরোধী বলেও দাবি করে বিজেপি। তাই মমতার মিছিলের পালটা কর্মসূচি ঘোষণা করল দল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রীর আচরণের প্রতিবাদে ৬ তারিখে বিকেল ৩ টেয় ঠাকুরনগর হাসপাতাল এলাকা থেকে শুরু হবে মিছিল। শেষ হবে ঠাকুরনগর বাজারে। মিছিলের হাঁটবেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিজেপির জনপ্রিয় নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর আতঙ্কে কাঁটা মতুয়ারা। তাঁদের পাশে থাকার বার্তা দিতে সম্প্রতি মতুয়াগড়ে মিছিলে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তার পালটা কর্মসূচি ঘোষণা করল বিজেপি।
  • আগামী ৬ ডিসেম্বর ঠাকুরনগরে মিছিল করবে পদ্মশিবির। তাতে শামিল হবেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল দেখে ভয় পেয়েছে বিজেপি। ভোটার হারানোর আশঙ্কায় পথে নামছে। এসব করে লাভ হবে না বলেই দাবি ঘাসফুল শিবিরের। 
Advertisement