shono
Advertisement

CAA নিয়ে বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আক্রান্ত শুভ্রাংশু রায়

সাধারণ মানুষের রোষের শিকার বিজেপি নেতারা,পালটা দাবি তৃণমূলের। The post CAA নিয়ে বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আক্রান্ত শুভ্রাংশু রায় appeared first on Sangbad Pratidin.
Posted: 02:26 PM Jan 25, 2020Updated: 06:58 PM Jan 25, 2020

ব্রতদীপ ভট্টাচার্য: CAA’র সমর্থনে বিজেপির প্রচার চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার দুপুরের এই ঘটনায় হালিশহর এলাকায় ধুন্ধুমার বেঁধে যায়। আক্রান্ত হয়েছেন বিধায়ক শুভ্রাংশু রায়-সহ এক বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, তৃণমূলের হামলা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পালটা দাবি, সাধারণ মানুষের রোষের শিকার হয়েছেন বিজেপি নেতারা।

Advertisement

CAA’র সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করছে বিজেপি। শনিবারও হালিশহরের ১৩ নম্বর ওয়ার্ডের কোল কলোনি এলাকায় প্রচার করতে গিয়েছিল বিজেপি নেতা-কর্মীরা। ছিলেন বিধায়ক শুভ্রাংশু রায়ও। অভিযোগ, প্রচার করার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা করে। বেধড়ক মারধর করা হয়। এমনকী জখম হন বিধায়কও।বিজেপি কাউন্সিলরদের কথায়, শান্তিপূর্ণভাবে CAA’র সমর্থনে লিফলেট বিলি করা হচ্ছিল। সেসময় প্রায় জনা ৫০ তৃণমূল কর্মী পালটা স্লোগান দিতে থাকে। এমনকী বিলি করা লিফলেট কেড়ে নিতে শুরু করে তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মী তাদের বারণ করলে উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি হয়। এই সময় জখম হন বিধায়ক শুভ্রাংশু রায়ও। এই হামলার অভিযোগ জানাতে থানায় গেলে, সেখানেও বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করে বলে অভিযোগ। কেন তাঁরা অনুমতি না নিয়ে এই কর্মসূচি করছেন, তাও জানতে চায় পুলিশ। পালটা বীজপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

[আরও পড়ুন : শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট, দোলের দিনই বসন্তোৎসব শান্তিনিকেতনে]

এদিকে গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি চালাতে হয় বলেও অভিযোগ। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এক বিজেপি কর্মী জখম হয়েছে বলে অভিযোগ। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[আরও পড়ুন : দক্ষিণবঙ্গে প্রথম কাঁধের জয়েন্ট প্রতিস্থাপনে জটিল অস্ত্রোপচার, সাফল্য বর্ধমান মেডিক্যালের]

বিজেপির অভিযোগ উড়ি্য়ে তৃণমূলের পালটা দাবি সাধারণ মানুষ তাদের ক্ষোভ উগড়ে দিয়েছে। তৃণমূলের অভিযোগ, আম জনতা কোনওভাবেই CAA মানতে রাজি নয়। বিজেপির বিরুদ্ধে তাঁদের ক্ষোভ এদিন উগড়ে দিয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পালটা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ করা হয়েছে। তাদের এক কর্মী জখম হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে।

The post CAA নিয়ে বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আক্রান্ত শুভ্রাংশু রায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার