shono
Advertisement
Durgapur

দুর্গাপুর NIT'র ক্যাম্পাসে বিস্ফোরণ! ঝলসে গেলেন অধ্যাপক ও পড়ুয়া

জখম অধ্য়াপকের অবস্থা আশঙ্কাজনক।
Published By: Tiyasha SarkarPosted: 06:50 PM Apr 15, 2025Updated: 06:52 PM Apr 15, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: গবেষণার সময় ল্যাবরেটরির বাইরে বিস্ফোরণ। জখম ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (দুর্গাপুর) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক ও আকাশ মাঝি নামে এক ছাত্র। হাসপাতালে চিকিৎসাধীন ২ জনই।

Advertisement

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে থার্মিট ওয়েল্ডিংয়ের গবেষণার কাজ চলছিল। তখনই সেটি ব্লাস্ট করে বলে খবর। সেখানে থাকা কেমিক্যাল ছিটকে ঝলসে যান অধ্যাপক এবং এক পড়ুয়া। দু'জনকেই দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইতে চলছে চিকিৎসা। তবে অধ্যাপকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইনাল ইয়ারের পড়ুয়া দেবব্রত হেমব্রম বলেন, "ল্যাবের বাইরে গবেষণা চলছিল। তখনই বিস্ফোরণ ঘটে। একজন অধ্যাপক ও পড়ুয়া গুরুতর জখম হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দু'জন সহপাঠী অল্পবিস্তর আহত হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।" ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মুখ্য জনসংযোগ আধিকারিক কৃষাণ রায় বলেন, "এখনও চিকিৎসকদের সঙ্গে কথা হয়নি। অধ্যাপকের অবস্থা সংকটজনক। প্রয়োজন হলে তাঁকে উন্নততর চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গবেষণার সময় ল্যাবরেটরির বাইরে বিস্ফোরণ। জখম এক অধ্যাপক ও এক ছাত্র।
  • আশঙ্কাজনক দুর্গাপুরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক।
  • তিনি দুর্গাপুরে সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা। জখম পড়ুয়ার নাম আকাশ মাঝি। তিনি আসানসলের বাসিন্দা।
Advertisement