shono
Advertisement

Breaking News

Belda

স্কুলে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, বেলদায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু বিএলওর

তাঁর মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া।
Published By: Suhrid DasPosted: 06:41 PM Dec 08, 2025Updated: 07:03 PM Dec 08, 2025

অংশুপ্রতিম পাল, খড়গপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিএলওর। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায় (Belda)। মৃতের নাম অরবিন্দ মিশ্র। তিনি বেলদারই একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

বছর ৩২ বয়সী অরবিন্দ মিশ্রের বাড়ি নারায়ণগড় থানার সাইকাপাটনা এলাকায়। তিনি বেলদা জানকী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বিএলও হিসেবে দায়িত্ব পান। তিনি নারায়ণগড় বিধানসভার সাইকাপাটনা বুথের বিএলও ছিলেন। আজ, সোমবার বাড়ি থেকে বাইক চালিয়ে স্কুলের জন্য রওনা হয়েছিলেন। ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তিনি যাচ্ছিলেন।

বেলদা (Belda) থানার পোক্তাপোল এলাকার উপর দিয়ে যাওয়ার সময় তিনি রাস্তার বাঁক নিচ্ছিলেন। সেসময় উলটোদিক থেকে একটি ডাম্পার দ্রুতগতিতে চলে আসে। গতি বেশি থাকায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। বাইকের সঙ্গে ডাম্পারটির মুখোমুখি ধাক্কা লাগে। রাস্তায় ছিটকে পড়েন ওই শিক্ষক। আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। জখম ওই শিক্ষককে উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছেন, ভালো শিক্ষক হিসেবে স্কুলে তাঁর সুনাল ছিল। বিএলও হিসেবেও তিনি তাঁর কাজ দায়িত্ব সহকারে সামলাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে আগামী দিনে কীভাবে ওই এলাকার এসআইআরের কাজ হবে? সেই প্রশ্নও উঠেছে। তাঁর মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিএলওর।
  • সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদায়।
  • তিনি বেলদারই একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে খবর।
Advertisement