shono
Advertisement

কুপ্রস্তাব মানেননি ব্লক স্বাস্থ্য আধিকারিক, বেধড়ক মারধর আশাকর্মীর

ওই মহিলা এবং তার স্বামীকে আটক করেছে পুলিশ৷ The post কুপ্রস্তাব মানেননি ব্লক স্বাস্থ্য আধিকারিক, বেধড়ক মারধর আশাকর্মীর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 PM Mar 11, 2019Updated: 08:36 AM Mar 12, 2019

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রতিনিয়ত কুপ্রস্তাব দিত আশাকর্মী। লজ্জায় কাউকে কিছুই জানাতে পারতেন না তিনি। অভিযোগ, ওই আশাকর্মী তাঁর থেকে টাকাও দাবি করতেন৷ টাকা না দিতে পারলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হত৷ কিন্তু আশাকর্মীর চাহিদা মতো টাকার জোগান দিতে পারেননি এটাই ছিল তাঁর ‘অপরাধ’৷ আর তার জেরেই অবশেষে হাসপাতালে চড়াও হয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে বেধড়ক মারধর করল আশাকর্মী৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। আক্রান্ত ওই আধিকারিককে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।

Advertisement

[বারাকপুরে প্রার্থী হওয়া নিয়ে দীনেশ-অর্জুন কোন্দল, বিবাদ মেটাতে আসরে মমতা]

সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে স্বামীকে নিয়ে হাসপাতালে চলে আসেন আশাকর্মী শিপ্রা দাস। সঙ্গে ছিল তার স্বামী শৈলেন্দ্র দাস। অভিযোগ, ব্লক স্বাস্থ্য আধিকারিকের ঘরে ঢুকে পড়ে দুজনেই৷ এরপর জোর করে বাইরে বের করে আনা হয় ওই আধিকারিককে৷ মাটিতে ফেলে দেওয়া হয় আধিকারিককে৷ জুতোপেটা করতে করতে জামাও ছিঁড়ে দেওয়া হয় তাঁর। আচমকা এই মারধরের ঘটনা দেখে হতচকিত হয়ে যান হাসপাতালে উপস্থিত সকলেই৷ আধিকারিককে মারমুখী আশাকর্মীর হাত থেকে রক্ষা করেন তাঁরাই৷ আক্রান্ত আধিকারিককে গুরুতর জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই রয়েছেন তিনি৷ ঘটনার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় এসিএমওএইচ ইন্দ্রনীল সরকার। ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আশাকর্মী এবং তার স্বামীকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

[পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার সিউড়িতে, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের]

এ বিষয়ে আক্রান্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘‘বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল। আশাকর্মী হয়ে বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা করতেন ওই মহিলা। আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি৷ উনি আত্মহত্যার হুমকি দিতেন। টাকাপয়সা চাইতেন। তাঁকে বাধা দেওয়ায় আমাকে এভাবে মারধর করা হয়েছে।’’ তবে এ বিষয়ে আশাকর্মীর পালটা দাবি, ব্লক স্বাস্থ্য আধিকারিকই তাকে কুপ্রস্তাব দিতেন।  

The post কুপ্রস্তাব মানেননি ব্লক স্বাস্থ্য আধিকারিক, বেধড়ক মারধর আশাকর্মীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement