সুমন করাতি, হুগলি: খাটের নিচে রাখা নগদ-গয়না! আগেই হদিশ পেয়েছিল দুষ্কৃতীরা। বাড়ির সদস্যরা পুজো দিতে যেতেই গ্রিল ভেহে ঢুকে সব সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার সন্ধ্যেয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে হুগলির উত্তরপাড়ায় ১ নম্বর ওয়ার্ডে। তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ।

গতকাল সন্ধ্যেয় বাড়ির দুই গৃহকর্ত্রী কোন্নগর শকুন্তলা কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এসে দেখেন ঘর লণ্ডভণ্ড। তিনতলার বাড়ির সব ঘরের আলমারি খোলা। বাড়ির একতলার জানালার গ্রিল ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। খাটের ডিভান খুলে যেখানে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। পরিবারের দাবি, সবমিলিয়ে অন্তত ৫ লক্ষ টাকা এবং কয়েক ভরি সোনার গয়না খোয়া গিয়েছে। জানা গিয়েছে, বাড়ির এক সদস্য একমাস ধরে হাসপাতালে ভর্তি থাকায় বাড়িতে নগদ টাকা রাখা ছিল। সেই নগদ টাকা, গয়না নিয়ে লুট হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, পুজো দিয়ে ফিরে বাড়ির গৃহকর্ত্রীরা দরজা খুলতে গিয়ে দেখেন ভিতর থেকে বন্ধ। এরপর বাড়ির পিছন দিয়ে এসে দেখেন একতলার ঘরের রান্নাঘরের দরজা খোলা। এরপর উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এই ঘটনায় আতঙ্কিত বাড়ির মহিলারা। কারণ তাঁরা সন্তান নিয়ে থাকেন।