shono
Advertisement
Nadia

চিনা রসুনে ছেয়ে গিয়েছে বাজার! নদিয়ার তেহট্টে অভিযান পুলিশের, আটক ১

জিজ্ঞাসাবাদের জন্য লক্ষণ হালদার নামে এক খুচরো ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 02:56 PM Dec 17, 2024Updated: 03:09 PM Dec 17, 2024

রমণী বিশ্বাস, তেহট্ট: এক রসুন ব্যবসায়ীর অভিযোগে 'চিনা রসুন' বিক্রি বন্ধ করতে বেতাই বাজারে অভিযান চালাল তেহট্ট থানার পুলিশ। উদ্ধার দুবস্তা 'চিনা রসুন'। জিজ্ঞাসাবাদের জন্য এক খুচরো ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কোন পথে এই রসুন ভারতের বাজারে আসছে, রসুনগুলির কোনও ক্ষতিকারক দিক রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার নাজিরপুর বাজারের এক বড় রসুন ব্যবসায়ী বেতাই বাজারে আসেন। তাঁর দাবি, চিনা রসুনে বাজার ছেয়ে গিয়েছে। তিনি পুলিশে খবর দেন।মঙ্গলবার সকালে অভিযান চালায় তেহট্ট থানা। 'চিনা রসুন' বাজেয়াপ্ত করার পাশাপাশি, জিজ্ঞাসাবাদের জন্য লক্ষণ হালদার নামে এক খুচরো ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এই রসুন মানবদেহের জন্য ক্ষতিকারক। তাঁদের দাবি, এই রসুনগুলি সাধারণত লাল রঙের, সাদা করার জন্য কেমিক্যাল প্রয়োগ করা হয়। যা মানবদেহের ক্ষতি করে। তাঁদের আরও অভিযোগ, কম দামি চিনা রসুন বাজারে আসায় দেশীয় রসুনের বিক্রি কমেছে। গোডাউনে বস্তার পর বস্তা এদেশীয় রসুন জমে যাচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তেহট্ট থানা সূত্রে খবর, রসুনগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে। ক্ষতিকারক কোনও কেমিক্যাল বা পদার্থ পাওয়া গেলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। এছাড়াও, ওই রসুন কোন পথে ভারতের বাজারে আসছে তা দেখা হবে। চোরাপথে ভারতে ঢুকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক রসুন ব্যবসায়ীর অভিযোগে 'চিনা রসুন' বিক্রি বন্ধ করতে বেতাই বাজারে অভিযান চালাল তেহট্ট থানার পুলিশ।
  • উদ্ধার দুবস্তা 'চিনা রসুন'। জিজ্ঞাসাবাদের জন্য এক খুচরো ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
  • কোন পথে এই রসুন ভারতের বাজারে আসছে, রসুনগুলির কোনও ক্ষতিকারক দিক রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement