অতুলচন্দ্র নাগ, ডোমকল: সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু! রাতে ডিউটি সেরে থানা থেকে বেরলেও বাড়ি ফেরেননি যুবক। রবিবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়ার জয়পুর এলাকায় কালভার্টের নিচ থেকে সিভিকের ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক ধারনা, গভীর রাতে বেপরোয়া গতিতে বাইক চালানোয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম আবদুর রউফ। বয়স ৩৫ বছর। বাড়ি কুতুবপুরে। শনিবার রাতে থানার ডিউটি শেষে বাইকে চাপেন। কিন্ত রাতে বাড়ি ফেরেননি। রবিবার সকালে মাঠের লোকেরা দেখেন জয়পুর কালভার্টের নিচে সংজ্ঞাহীন অবস্থায় বাইক-সহ পড়ে আছে। দেখা যায়, রক্তাক্ত মুখ। মোটর সাইকেলের শকারে মধ্যে একটা পা আটকে আছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গভীর রাতে বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে পড়ে দুর্ঘটনা ঘটেছে।
নির্জন মাঠের মধ্যে দুর্ঘটনা ঘটায় রাতে কেউ জানতে পারেননি। এমনকি বাড়ির তরফেও রাতে তাঁকে ফোন করা হয়নি। মৃতের স্ত্রী মৌসুমি বিশ্বাস জানায় “বাড়িতে কোনও মোবাইল নম্বর না থাকায় ফোন করা যায়নি। তাছাড়া রাতে অনেকদিন ডিউটি থাকায় আমরা আর খোঁজ করি না।” রবিবার সকালে মাঠের লোকজনের মাধ্যমেই খবর পান তাঁরা। বাড়ির লোকেরা গিয়ে দেহটি শনাক্ত করেন। ওই ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে পৌছায় বাড়ির লোকজন। তারা কান্নায় ভেঙে পড়েছেন। রাত পোহালেই ইদ। তার আগেই এই দুর্ঘটনা পরিবারে ও পাড়ায় শোকের ছায়া।