shono
Advertisement
Maldah

প্লাবিত মালদহে ত্রাণ বিলি, ফিরহাদকে ফোন করে এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চল বন্যা কবলিত। সেখানে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। তাঁকে ফোন করে মুখ্যমন্ত্রী দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন।
Published By: Sucheta SenguptaPosted: 03:07 PM Sep 28, 2024Updated: 03:38 PM Sep 28, 2024

বাবুল হক, মালদহ: সিকিম, ভুটানে লাগাতার বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ধসের কবলে মালদহের মানিকচক, ভূতনির চরের মত জায়গা। নদীভাঙনে সেখানকার পরিস্থিতি বিপজ্জনক। ঘর হারানোর আশঙ্কা সঙ্গে নিয়ে দিন কাটাচ্ছেন মানুষজন। এই পরিস্থিতিতে শনিবার ত্রাণ নিয়ে মালদহে গেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মানিকচকের গোপালপুরে বন্যা দুর্গতদের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন। আর এমন সময়েই তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাউডস্পিকারের মাধ্যমে উপস্থিত সকলকে মুখ্যমন্ত্রীর বার্তা শোনান ফিরহাদ। দুর্গতদের পাশে থেকে সবরকম ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মানিকচকে ত্রাণ বিলি ফিরহাদ হাকিমের। নিজস্ব ছবি।

মালদহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চল বন্যা কবলিত। ক্ষতি হয়েছে বহু বাড়ির, বিপর্যস্ত মানুষজন। শনিবার তাঁদের হাতে ত্রাণ তুলে দিতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এমন সময়ে মুখ্যমন্ত্রী ফোন করেন ফিরহাদকে। সেই ফোন লাউডস্পিকারে দিয়ে বন্যা দুর্গতদের মুখ্যমন্ত্রীর বার্তা শোনান মন্ত্রী। জানা গিয়েছে, মানিকচকের ভূতনি ও গোপালপুরের বন্যা কবলিতদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেলাশাসককেও ফোন মারফত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবারই উত্তরবঙ্গে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতে যাবেন তিনি। সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক।  সেখানে সম্ভবত বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির একাধিক জায়গা জলমগ্ন। বৃষ্টির পূর্বাভাস থাকায় সেই পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা। তার মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ কী কী হবে, সেসব নিয়ে প্রশাসনিক বৈঠকে পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে মালদহে তিনি যাচ্ছেন না। আর সেই কারণেই সম্ভবত তিনি ফিরহাদের মাধ্যমে বার্তা দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বন্যাত্রাণ দিতে মালদহের মানিকচকে ফিরহাদ হাকিম।
  • সেসময় তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী, লাউডস্পিকারে তাঁর বার্তা শোনান ফিরহাদ।
  • দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Advertisement