shono
Advertisement
CM Mamata Banerjee

SIR আবহে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী, আগামী মাসে রাসমেলা মাঠে জনসভা

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের।
Published By: Sucheta SenguptaPosted: 06:27 PM Nov 30, 2025Updated: 06:48 PM Nov 30, 2025

বিক্রম রায়, কোচবিহার: এসআইআরের মাঝে শাসকদলের নজরে কোচ-রাজবংশী সম্প্রদায়! আগামী মাসে কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর রাসমেলা ময়দানে জনসভা করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের। জানা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে কোচবিহার পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাসমেলা ময়দানে বড়সড় জনসভার আয়োজন করা হচ্ছে। পরে তিনি প্রশাসনিক বৈঠক করতে পারেন। তবে সেই সূচি এখনও চূড়ান্ত নয়। জেলা নেতৃত্বের মতে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রীর এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এনিয়ে কী বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রাজনৈতিক মহল থেকে আমজনতা সকলেরই।

Advertisement

মুখ্যমন্ত্রীর আসন্ন সফর নিয়ে রবিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, ''আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সকাল সাড়ে ১১টা নাগাদ কোচবিহার রাসমেলা ময়দানে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা হবে। তার জন্য আগামিকাল (১ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক সভাপতিদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে। আগামী ২ তারিখ বিকেল পাঁচটায় রবীন্দ্রভবনে জেলার প্রস্তুতি সভা। উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী, বিধায়ক, সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, সমস্ত জেলা কমিটি, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান, শাখা সংগঠনের জেলা সভাপতি ও ব্লক সভাপতি। থাকবেন পৌরসভার পৌরপতি ও উপ পৌরপতি, সমস্ত কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি।এর আগে মুখ্যমন্ত্রী এখানে এলেও মন্দিরে পুজো দিয়ে চলে গিয়েছেন। সভার সময় হয়নি। তাই ৯ তারিখের সভা ঐতিহাসিক হতে চলেছে।''

রাজ্যে চলছে এসআইআরের কাজ। রবিবারই নতুন নির্দেশিকা জারি করে সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল আশঙ্কা প্রকাশ করেছিল, তাড়াহুড়োয় এসআইআরের কাজ করতে গিয়ে বৈধ ভোটারদের নাম বাদ পড়তে পারে। আর তাতে সবচেয়ে ঝুঁকির মুখে মতুয়া, রাজবংশীদের মতো জনজাতি সম্প্রদায়ের নাগরিকরা। কারণ, ২০০২ সালে তাঁদের সকলের নাম নাও থাকতে পারে। সেক্ষেত্রে জরুরি নথি চাইতে পারে কমিশন। তা যথাযথভাবে দিতে না পারলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম নাও উঠতে পারে। যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বারবার অভয়বাণী দিয়েছেন, তৃণমূল ক্ষমতায় থাকতে কারও সঙ্গে এমন 'অন্যায়' হতে দেবে না। সেই আবহে কোচবিহার সফরে যাওয়া মুখ্যমন্ত্রীর জনসভা নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী মাসে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী।
  • ৯ ডিসেম্বর রাসমেলা ময়দানে জনসভা, তুঙ্গে প্রস্তুতি।
Advertisement