shono
Advertisement
Cooch Behar

অভিষেকের দেখানো 'ভূতে' টনক নড়ল কমিশনের! তড়িঘড়ি রিপোর্ট তলব জেলাশাসকের কাছে

কমিশনের প্রকাশিত প্রাথমিক খসড়া তালিকায় মৃত বলে দেখানো ১০ জনকে সভায় হাজির করেন তিনি। কমিশনকে বিঁধে জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, "আমার পাশে যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁদের কি মৃত বলে বলে মনে হচ্ছে?"
Published By: Subhankar PatraPosted: 07:55 PM Jan 13, 2026Updated: 08:12 PM Jan 13, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের রণসংকল্প সভায় মৃত ১০ ভোটারকে হাজির করতেই টনক নড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কী করে জীবিতদের নাম মৃতের তালিকায় ঢুকল বা অভিষেকের অভিযোগের সত্যতা কতটা? সব জানতে কোচবিহার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ১০ জনেরই তথ্য চেয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।

Advertisement

আজ, মঙ্গলবার কোচবিহারে সভাছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কমিশনের প্রকাশিত প্রাথমিক খসড়া তালিকায় মৃত বলে দেখানো ১০ জনকে সভায় হাজির করেন তিনি। কমিশনকে বিঁধে জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, "আমার পাশে যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁদের কি মৃত বলে বলে মনে হচ্ছে?" পাশাপাশি অভিযোগ করেন, "১০ জনকেবিজেপির দালাল নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছেন।" তাতেই ঠিক বারুইপুরের মতোই জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। কী করে এই কাণ্ড ঘটল, অভিষেকের অভিযোগের সত্যতা রয়েছে কি না, সবিস্তারে রিপোর্ট দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, কোচবিহারের আগে রণসংকল্প সভার প্রথম কর্মসূচির দিন বারুইপুরে কমিশনের খাতায় মৃত ৩ জনকে হাঁটিয়েছিলেন অভিষেক। তারপরই সেখানকার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়। বারুইপুরের পর কোচবিহারে অভিষেক 'ভূত' হাঁটানোর পর একই পদক্ষেপ নিল কমিশন। বারবার একই কাণ্ড ঘটার পর শ্রশ্ন উঠছে এসআইআর প্রক্রিয়া কতটা স্বচ্ছ তা নিয়ে প্রশ্ন উঠছে।

কী করে এই কাণ্ড ঘটল, অভিষেকের অভিযোগের সত্যতা রয়েছে কি না, সবিস্তারে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement