ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সাগরদিঘি উপনির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেস-বিজেপির গোপন আঁতাঁতের অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের দাবি, সোমবার নির্বাচনের দিন আঁতাঁতের অভিযোগে সিলমোহর। একই বুথে দাঁড়িয়ে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর হাত মেলানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দু’দলকে কটাক্ষ ঘাসফুল শিবিরের।
তৃণমূলের দাবি, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাগরদিঘির জনসভায় বিজেপি-কংগ্রেসের গোপন আঁতাত প্রকাশ্যে আনার কয়েকদিন পরেই সোমবার এই দুই দল তাদের জোটের বিষয়টি নিশ্চিত করেছে। সাগরদিঘির মানুষ তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব দেবে।”
[আরও পড়ুন: এবার নারীশিক্ষা রুখতে পড়ুয়াদের বিষ খাওয়ানোর অভিযোগ, ইরানে অসুস্থ শ’খানেক ছাত্রী]
যদিও তৃণমূলের দাবি মানতে নারাজ কংগ্রেস-বিজেপি উভয়েই। বুথে দাঁড়িয়ে দুই প্রার্থীর হাত মেলানোকে নিছক সৌজন্য বলেই দাবি করা হয়েছে। এদিকে, এদিন সকাল থেকেই দুই প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে সরব তৃণমূল। যদিও সে দাবি অস্বীকার করেছে কংগ্রেস ও বিজেপি।