shono
Advertisement

অনিল বসুর স্মরণসভায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা, সার্কুলার জারি সিপিএমের

মৃত্যুর পরও সিপিএমকে তাড়া করছে অনিল বসুর ভূত! The post অনিল বসুর স্মরণসভায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা, সার্কুলার জারি সিপিএমের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:19 PM Sep 26, 2019Updated: 08:04 PM Sep 26, 2019

দিব্যেন্দু মজুমদার, হুগলি: একসময় আরামবাগের রাজনৈতিক সমীকরণ থেকে শুরু করে দলের ভাগ্যের চাকা। সবকিছুই নির্ধারণ করতেন সিপিএমের দাপুটে নেতা প্রয়াত প্রাক্তন সাংসদ অনিল বসু। তিনি যা বলতেন তা অক্ষরে অক্ষরে পালন করা হত। তাঁর মুখ থেকে খসানো শব্দ প্রশাসন থেকে শুরু করে সকলেই মেনে চলত। কিন্তু, ২০১২ সালে দলের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য ও বিরোধ চরমে পৌঁছালে আলিমুদ্দিন তাঁকে দল থেকে বহিস্কার করে। তারপর থেকে মৃত্যু পর্যন্ত তিনি বহিষ্কৃতই ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ক্লাব কমিটির অন্তর্দ্বন্দ্বে চুরি গেল অসমাপ্ত দুর্গামূর্তি, চাঞ্চল্য কাটোয়ায়]

কিন্তু, মৃত্যুর পরও অনিল বসুর ভূত সিপিএমকে তাড়া করে চলেছে। একজন মৃত মানুষও যে একটা দলের মধ্যে নীতিগতভাবে পার্থক্য গড়ে দিতে পারে। ভিতরে জমে থাকা ছাই চাপা আগুন ফের জ্বলে উঠতে পারে এই আশঙ্কায় আশঙ্কিত বর্তমান হুগলি জেলা সিপিএম নেতৃত্ব। তাই আগে ভাগেই হুগলি জেলা সিপিএমের পক্ষ থেকে সার্কুলার পাঠিয়ে প্রয়াত বহিষ্কৃত নেতার স্মরণসভায় না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই সার্কুলারকে কেন্দ্র করে সিপিএমের অন্দরমহলে তীব্র আলোড়নও শুরু হয়ে গেছে। পার্টির নেতারাই বলাবলি শুরু করেছেন, পার্টি করলে কি কারোর ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা থাকবে না।

বিতর্কের সূত্রপাত্র হয়েছে প্রয়াত নেতা অনিল বসুর স্মরণসভা আয়োজনকে ঘিরে। চুঁচুড়া থেকে প্রকাশিত সমকাল ও বিবৃতি পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন প্রয়াত অনিল বসু। হুগলি-চুঁচুড়া বইমেলার প্রতিষ্ঠাও হয়েছিল তাঁর হাত ধরে। সেই কথা মাথা রেখে আগামী ২ অক্টোবর ওই পত্রিকা ও বইমেলা কমিটির পক্ষ থেকে প্রয়াত নেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। কিন্তু, সেই স্মরণসভায় পশ্চিম মেদিনীপুরের দাপুটে নেতা সুশান্ত ঘোষকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর পরেই সিপিএমের অভ্যন্তরে গেল গেল রব উঠেছে। মৃত ব্যক্তির স্মরণসভায় যাতে কোনও পার্টি সদস্য না যান তার জন্য রীতিমতো সার্কুলার জারি করে সতর্ক করা হয়েছে।

[আরও পড়ুন: বর্ধমানের রেলসেতু নিয়ে ‘নাটক’ তুঙ্গে, রেলমন্ত্রীর বদলে প্রতিমন্ত্রীকে দিয়ে উদ্বোধন আগামিকাল]

ওই সার্কুলারে বলা হয়েছে, চুঁচুড়ার একটি সংগঠন অনিল বসুর মৃত্যু দিবসে পার্টিরই কিছু সদস্যদের অংশগ্রহণ করার জন্য চিঠি দিচ্ছে। দল এক্ষেত্রে মনে করছে পরিকল্পিতভাবে পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই এটা করা হচ্ছে। তাই পার্টি সদস্যদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, তাঁরা যেন ওই স্মরণসভায় না যান। মৃত্যুদিন পর্যন্ত বহিষ্কৃত কোনও পার্টি সদস্যের মৃত্যুদিবস বা জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায় না।

এই সার্কুলারের পরই সিপিএমের একটা অংশ কিন্তু পার্টির এই সার্কুলারকে হুইপ জারির সমতুল মনে করছেন। তাঁদের বক্তব্য, দল যদি এইভাবে কারোর ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে তবে এখনও যেটুকু সিপিএমের অস্তিত্ব আছে আগামী দিনে তাও থাকবে না। এই সার্কুলার প্রসঙ্গে সিপিএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানান, এটা পার্টির আভ্যন্তরীণ বিষয়। তাই কিছু বলবেন না। তবে তিনি এটাও ভেবে পাচ্ছেন না যে পার্টি অভ্যন্তরীণ বিষয় কী করে বাইরে গেল।

The post অনিল বসুর স্মরণসভায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা, সার্কুলার জারি সিপিএমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement