shono
Advertisement
Madhyamgram

আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি! ভাড়াটেকে 'মারধরে'র অভিযোগে গ্রেপ্তার নামী বিরিয়ানি দোকানের মালিক

ভাড়াটেকে ভাড়ার ঘর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বিরিয়ানি দোকানের মালিক।
Published By: Suhrid DasPosted: 09:35 AM Jan 29, 2025Updated: 09:52 AM Jan 29, 2025

অর্ণব দাস, বারাকপুর: ফের খবরে ডি বাপি বিরিয়ানির মালিক অনির্বাণ দাস। এক ব্যক্তিকে 'মারধর' করাই নয়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর মারাত্মক অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঘটনায় যথেষ্ট আলোড়ন ছড়িয়েছে মধ্যমগ্রাম এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ওই সংস্থার বিরিয়ানির দোকান আছে। মালিক অনির্বাণ দাস ওই এলাকাতেই থাকেন বলে খবর। বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তি মধ্যমগ্রামের ওই বিরিয়ানির দোকানের কাছেই অনির্বাণের থেকে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। সময় মতো নির্দিষ্ট টাকা মিটিয়েও দিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু বেশ কয়েক দিন ধরেই ওই ব্যক্তিকে সেই ঘর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন অনির্বাণ।

বিশ্বজিৎ দত্তের অভিযোগ, তাঁকে প্রবল চাপ দেওয়া হচ্ছিল। তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর নিরাপত্তারক্ষীও ওই ব্যক্তির ওপর চড়াও হয় বলে অভিযোগ। এরপরেই মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু'দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অতীতে বেশ কয়েকবার খবরে এসেছিলেন অনির্বাণ। এর আগে ব্যারাকপুরে ওই সংস্থার বিরিয়ানির দোকানে গুলি চলেছিল। পরবর্তী সময়ে, মধ্যমগ্রামের দোকান ঘিরেও সমস্যা দেখা দেয়। অনির্বাণকে হুমকি দিয়ে লক্ষাধিক টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ। সেসময় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মধ্যমগ্রামে ওই সংস্থার বিরিয়ানির দোকান আছে।
  • মালিক অনির্বাণ দাস ওই এলাকাতেই থাকেন বলে খবর।
  • এক ব্যক্তি মধ্যমগ্রামের ওই বিরিয়ানির দোকানের কাছেই অনির্বাণের থেকে একটি ঘর ভাড়া নিয়েছিলেন।
Advertisement