shono
Advertisement
Panihati Hospital

সরকারি হাসপাতাল চত্বরে পরপর গাড়িতে ধাক্কা, রেহাই পেলেন না রোগীও! মত্ত অবস্থায় গাড়ি চালানো শেখার জের

ঘোলা থানায় অভিযোগ দায়ের হলে ঘাতক গাড়িটিকে আটক করা হয়।
Published By: Paramita PaulPosted: 08:21 PM Jan 28, 2025Updated: 08:23 PM Jan 28, 2025

অর্ণব দাস, বারাকপুর: সরকারি হাসপাতাল চত্বরে মত্ত অবস্থায় গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটল দুর্ঘটনা। দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জখম হলেন তিনজন। সোমবার সন্ধ্যার পরের এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে। এনিয়ে ঘোলা থানায় অভিযোগ দায়ের হলে ঘাতক গাড়িটিকে আটক করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়িচালক পলাতক। তাঁর খোঁজ চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল চত্বরেই গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চিকিৎসকদের দুটি গাড়িতে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। অভিযোগ, তখনই ধাক্কা লাগে চিকিৎসা করাতে আসা এক রোগীর ও তাঁর পরিবারের দুই সদস্যর। মত্ত অবস্থায় গাড়ি চালানো শিখতে গিয়েই যুবক এই কীর্তি করেছে বলেই অভিযোগ তোলেন উপস্থিত স্থানীয়রা।

এ নিয়ে উত্তেজনা ছড়ালে পরিস্থিতির বেগতিক বুঝে গাড়ি ফেলে চম্পট দেয় অভিযুক্ত। এরপরই থানায় অভিযোগ জানান হলে ব্যবস্থা নেয় পুলিশ। তবে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি হাসপাতাল চত্বরে মত্ত অবস্থায় গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটল দুর্ঘটনা।
  • দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জখম হলেন তিনজন।
  • এনিয়ে ঘোলা থানায় অভিযোগ দায়ের হলে ঘাতক গাড়িটিকে আটক করা হয়।
Advertisement