shono
Advertisement

Durga Puja News: মহাপঞ্চমীর সন্ধ্যায় অঘটন, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পুজো মণ্ডপ

কী কারণে মণ্ডপে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
Posted: 07:32 PM Oct 19, 2023Updated: 07:48 PM Oct 19, 2023

বাবুল হক, মালদহ: মহাপঞ্চমীতে পুজো মণ্ডপে অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গোটা মণ্ডপ। আগুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। তাই গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলছে আগুন নেভানোর কাজ। কী কারণে মণ্ডপে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধনের কথা ছিল। সেই অনুযায়ী ব্যবস্থাপনাও হয়ে গিয়েছিল। আচমকাই পুজো উদ্যোক্তারা দেখেন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুজো মণ্ডপ গ্রাস করে।

[আরও পড়ুন: ‘মেরুদণ্ড বিক্রি করিনি, করব না’, পুজোয় বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বললেন অভিষেক]

স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে পুরো পুজো মণ্ডপটি ভস্মীভূত হয়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পঞ্চমীর সন্ধ্যার এই ঘটনায় স্বাভাবিকভাবেই মনখারাপ পুজো উদ্যোক্তা-সহ স্থানীয়দের।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: আবাসনের পুজো মণ্ডপের সামনে ব্যানার বাঁধতে গিয়ে অঘটন, মৃত্যু সাফাইকর্মীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার