shono
Advertisement
Murshidabad

ওয়াকফ প্রতিবাদে অশান্ত সামশেরগঞ্জে 'খুন' বাবা-ছেলে, লুটপাটে বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের কোপ!

পরিস্থিতির কথা বিবেচনা করে ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে ৭ কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 04:42 PM Apr 12, 2025Updated: 05:01 PM Apr 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ প্রতিবাদে অশান্ত সামশেরগঞ্জে 'খুন' বাবা-ছেলে। বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সামশেরগঞ্জে দুষ্কৃতীর দল মৃতদের বাড়িতে হানা দেয়। লুঠপাটের উদ্দেশ্যে বাড়িতে ভাঙচুর চালাতে থাকে দলটি। সেই সময় বাবা-ছেলে বাধা দিতে গেলে, তাঁদের কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। দেহ দু'টি ফরাক্কা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে খবর। এদিকে, পরিবারে অভিযোগ, বারবার পুলিশকে ফোন করলেও ফোনে পাওয়া যায়নি। খবর পাওয়া পরই ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। সব দিক খতিয়ে দেখছে তারা। এদিকে, পরিস্থিতির কথা বিবেচনা করে ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জে ৭ কোম্পানি বিএসএফ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার অগ্নিগর্ভ পরিস্থিতির পর শনিবার সকালে অবস্থা স্বাভাবিক হয়। তবে তা ক্ষণিকের!  নতুন করে আবার উত্তেজনার খবর আসতে শুরু করে। উত্তেজিত জনতা ধুলিয়ান পুরসভা এলাকায় ভাঙচুর শুরু করে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ জামাল। এদিকে বিএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। তাতে ২ জন আহত হয়েছেন। গুলি লেগেছে মুদ্দিন শেখ ও হাসান শেখ নামে দু'জনের। তাদের জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে সামশেরগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি কাওসার আলির বাড়িতেও। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক বলেই জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়াকফ প্রতিবাদে অশান্ত সামশেরগঞ্জে 'খুন' বাবা-ছেলে। বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ।
  • ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জে।
  • এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 
Advertisement