shono
Advertisement
Cooch Behar

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি, কোচবিহারে একই পরিবারের ৪ জনের মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়িটি পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।
Published By: Suhrid DasPosted: 09:29 AM Dec 16, 2024Updated: 10:08 AM Dec 16, 2024

বিক্রম রায়, কোচবিহার: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে গেল রাস্তার ধারের পুকুরে। চলে গেল তরতাজা চারটি প্রাণ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের চার জন। নিহতদের মধ্যে আছে দুজন শিশুও। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে কোচবিহারের কালজানি এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জিত রায় ও বিপাশা সরকার রায় ছিলেন পেশায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা। তাঁদের বাড়ি কোচবিহারের বাণেশ্বর গ্রাম পঞ্চায়েতের কাওয়ারগঞ্জ এলাকায়। গতকাল রাতে তুফানগঞ্জ ২ নম্বর ব্লক এলাকায় ওই পরিবারের একটি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল। রায় দম্পতি তাঁদের দুই বছরের ছেলে ইভান ও পাঁচ বছরের ইশশ্রীকে নিয়ে সেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। রাতে তাঁরা নিজেদের গাড়ি করে বাড়ি ফিরছিলেন।

সঞ্জিত রায় নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন বলে খবর। রাত সাড়ে ১১টা-১২টা নাগাদ কালজানি হেরিটেজ এলাকার রাস্তা দিয়ে গাড়িটি যাচ্ছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরে পড়ে যায়। গাড়ির ভিতরেই আটকা পড়ে যান ওই চারজন। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে যান। তারাই উদ্ধারকাজে হার লাগান। কাচ ভেঙে গাড়ির ভিতর থেকে চারজনকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

কিন্তু তার আগেই সব শেষ। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পরে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ যায়। রাতেই পুকুর থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে তোলা হয়। জানা গিয়েছে, সঞ্জিত ঘোষ নাটাবাড়ি হাইস্কুলের শিক্ষক ছিলেন। বিপাশা সরকার রায় ছিলেন নাটাবাড়ি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। দুঃসংবাদের খবরে শোকের ছায়া নেমেছে কাওয়ারগঞ্জ এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোচবিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা।
  • রাস্তার ধারের পুকুরে পড়ে গেল গাড়ি।
  • মারা গেলেন চার জন।
Advertisement