shono
Advertisement
Bethuadahari

দাঁত দেখার অছিলায় নাবালিকার গোপনাঙ্গে হাত! বেথুয়াডহরীতে চিকিৎসককে বেধড়ক মার স্থানীয়দের

নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Sayani SenPosted: 07:07 PM Feb 20, 2025Updated: 07:07 PM Feb 20, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: দন্ত চিকিৎসকের যৌন লালসার শিকার নাবালিকা! এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরির জেলা পরিষদ মার্কেট এলাকায় তুমুল উত্তেজনা। স্থানীয়রা চিকিৎসক এবং তাঁর সহযোগীকে বেধড়ক মারধর করেন বলেই অভিযোগ। নাকাশিপাড়া থানার পুলিশ তাঁদের উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করে। চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বেশ কয়েকদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিল বেথুয়াডহরীর এক নাবালিকা। বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে দন্ত চিকিৎসক অলোক চাঁদ বিশ্বাসের কাছে যান। জানা গিয়েছে, ওই নাবালিকাকে চেম্বারে বসিয়ে অন্য চিকিৎসকের কাছে যান তার বাবা-মা। অভিযোগ, সেই সময় ওই চিকিৎসক তার সহকারীকে অন্য একটি কাজে পাঠিয়ে দেন। চেম্বারে সেই সময় ছিলেন নাবালিকা এবং চিকিৎসক। অভিযোগ, চিকিৎসার অছিলায় নাবালিকার গোপনাঙ্গে হাত দেন চিকিৎসক।

চিকিৎসকের 'কুকীর্তি'তে হতচকিত হয়ে পড়ে নাবালিকা। কান্নাকাটি করতে শুরু করে সে। বাবা-মা ফেরার পর গোটা ঘটনাটি জানায় সে। এরপরই নাবালিকার পরিবার এবং স্থানীয়রা রেগে যায়। চিকিৎসক এবং তাঁর সহযোগীকে মারধর করে বলেই অভিযোগ। পরে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য নাকাশিপাড়া থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাঁত দেখার অছিলায় নাবালিকার গোপনাঙ্গে হাত!
  • বেথুয়াডহরীতে চিকিৎসক বেধড়ক মার স্থানীয়দের।
  • নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement