shono
Advertisement

ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ! চর্চা পদ্ম শিবিরে

ঘাটালে হিরণকে প্রার্থী করার জন্য দলের বড় অংশ দাবি তুলেছে।
Posted: 08:56 AM Feb 13, 2024Updated: 08:56 AM Feb 13, 2024

স্টাফ রিপোর্টার : ফেব্রুয়ারিতে কলকাতায় এসে দলের কোর কমিটির সঙ্গে বৈঠকে বাংলা থেকে লোকসভার ৪২টি আসনের প্রার্থী নিয়ে আলোচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে এমনটাই খবর। সম্ভাব‌্য প্রার্থীদের নামের তালিকাও বঙ্গ বিজেপির কোর কমিটির কাছ থেকে নিতে পারেন তিনি। ইতিমধ্যেই জেতা আসনগুলির কয়েকটি ছাড়া বাকি আসনের প্রতিটিতে তিন থেকে চারজন করে নাম জমা পড়েছে। সেগুলি নিয়ে রাজ্যের শীর্ষনেতাদের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গেরুয়া শিবির সূত্রে খবর, দলের চার থেকে পাঁচজন বিধায়ককে লোকসভা ভোটে প্রার্থী করার কথা ভাবা হয়েছে। সেই তালিকায় অগ্নিমিত্রা পালের সঙ্গে রয়েছে অভিনেতা হিরণ চট্টোপাধ‌্যায়ের নামও। ঘাটালে হিরণকে প্রার্থী করার জন‌্য দলের বড় অংশ দাবি তুলেছে। ঘাটালে তৃণমূলের ফের প্রার্থী হচ্ছেন দেব। তাই বিজেপিও চাইছে তাদের দলের বিধায়ক তথা অভিনেতা হিরণকে ঘাটালে প্রার্থী করা হোক। যদিও সবটা খতিয়ে দেখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এদিকে, চলতি মাসের শেষে রাজ্যে এসে মায়াপুরের ইসকন মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

[আরও পড়ুন: পর্নস্টার জনি সিনসের যৌন সমস্যা মেটালেন রণবীর সিং! ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া]

এখনও পর্যন্ত যা খবর, সফরসূচির পরিবর্তন না হলে ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছনোর কথা তাঁর। পরদিনই তিনি যাবেন মায়াপুরের ইসকন মন্দিরে। এবার কৃষ্ণভক্তদের আবেগ ছুঁতেই কি ইসকনে যাবেন অমিত শাহ? ওয়াকিবহাল মহলে তা নিয়ে চর্চা তুঙ্গে। গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছবেন শাহ। শহরেই করবেন রাত্রিবাস। তার পরদিন যাবেন মায়াপুরে। মন্দির দর্শন করবেন। রানাঘাট-সহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কলকাতায় ফিরেও দলীয় বৈঠক করতে পারেন শাহ। সেই বৈঠকে রাজ‌্য নেতারা উপস্থিত থাকবেন। উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় কোনও প্রকাশ্য সমাবেশ করবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ফেব্রুয়ারির শেষে অমিত শাহ বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন। লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে শাহের ইসকন মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের ৫ মাসের মধ্যেই গর্ভবতী শাহরুখের পাকিস্তানি নায়িকা! জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement