shono
Advertisement

প্রেমিকের সঙ্গে দেখা করতে চাওয়ায় দিদিকে খুন করল ভাই

প্রেম দিবসেই প্রেম করার অপরাধে প্রাণ দিতে হল প্রেমিকাকে৷ The post প্রেমিকের সঙ্গে দেখা করতে চাওয়ায় দিদিকে খুন করল ভাই appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM Feb 14, 2017Updated: 11:20 AM Feb 14, 2017

নিজস্ব সংবাদদাতা, হুগলি: প্রেম দিবসের ভোরে প্রেম করার অপরাধে দিদিকে খুন করে দিল ছোটভাই৷ মঙ্গলবার ভোর রাতে রিষড়ার শ্রীকৃষ্ণনগরে এই নৃশংস ঘটনাটি ঘটেছে৷ অভিযুক্ত ভাইয়ের নাম অমিত সিং৷ দিদির নাম নীতা সিং৷

Advertisement

কন্ডোমের ‘ভারজিন ট্রি’ বানিয়ে দিশা পাটানিকে পুজো করলেন ছাত্ররা

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নীতার৷ সেই প্রেমের সায় ছিল না মেয়েটির পরিবারের কারও৷ দু’জনকে একসঙ্গে বহুবার দেখা গিয়েছে৷ পরিবারের সদস্যরা বাধা দিয়েছেন৷ অমিত তার দিদিকে মারধরও করেছে আগে৷ কিন্তু ফল হয়েছে বিপরীত৷ সম্পর্ক আরও গাঢ় হয়েছে৷ মঙ্গলবার ভ্যালেণ্টাইনস ডে’তে যাতে দু’জনে দেখা না করে তার ফতোয়া দেওয়া হয়েছিল৷ সোমবার রাতে এই নিয়ে ভাই-বোনে তুমুল ঝগড়া হয়৷ কোনওভাবেই ফতোয়া মানতে চায়নি নীতা৷ যে কোনও মূল্যে সে প্রেমিকের সঙ্গে দেখা করতে চেয়েছিল৷ স্থানীয় সূত্রের খবর, বিশেষ এই দিনে দেখা করার জন্য সে নতুন জামা-কাপড় এবং উপহারও কিনেছিল নীতা৷ এখবর পৌঁছয় অমিতের কাছে৷ সে একটি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দিদিকে হুমকি দেয়, প্রেমিকের সঙ্গে দেখা করলে তাকে খুন করা হবে৷

প্রেম তো পঞ্জিকা মানে না, তবে কেন ভ্যালেন্টাইনস ডে পালন?

আগ্নেয়াস্ত্র দেখেও দমার কোনও লক্ষণ দেখা যায়নি নীতার৷ নিজের সিদ্ধান্তে অনড় থাকে সে৷ মাথা উঁচু করে পরিষ্কার জানিয়ে দেয় কোনওভাবেই সে ভয় পাবে না৷ কোনও বাধাই তাকে আটকাতে পারবে না৷ যে কোনও মূল্যে সে প্রেমিকের সঙ্গে দেখা করবে৷ একথা শোনার পর ক্রোধে উন্মত্ত ভাই অমিত তার দিদিকে লক্ষ্য করে গুলি চালায়৷ রক্তাক্ত অবস্থাতেও নীতা বলতে থাকে, সে তার প্রেমকে হেরে যেতে দেবে না৷ বছর কয়েক আগে শহরতলির নাদিয়ালে এরকমই নৃশংস এমন ঘটনা ঘটেছিল৷ প্রেমিককে মেনে নিতে না পেরে দাদা তার বোনকে খুন করেছিল৷ বোনের মুণ্ডু কেটে থানায় জমা দিয়েছিল৷ অনুশোচনার কোনও লক্ষণ সে ক্ষেত্রে দেখা যায়নি৷ হুগলির ঘটনাতেও ভাইয়ের মধ্যে অনুশোচনা হয়েছে বলে জানা যায়নি৷ তবে এদিন দিদিকে খুন করে রিষড়ার ভাই বাড়ি থেকে পালিয়েছে৷

১৪ ফেব্রুয়ারিই কি ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের?

The post প্রেমিকের সঙ্গে দেখা করতে চাওয়ায় দিদিকে খুন করল ভাই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement