shono
Advertisement
Hooghly

পাড়ায় সমাধানে মিটমাট দুই নেতার, চুঁচুড়ায় বিধায়কের পা ছুঁয়ে প্রণাম কাউন্সিলরের

শুক্রবার থেকে শুরু হল এই ক্যাম্প।
Published By: Anustup Roy BarmanPosted: 02:07 PM Dec 05, 2025Updated: 02:07 PM Dec 05, 2025

সুমন করাতি, হুগলি: পাড়ায় সমাধানের শুরুতেই তৃণমূলের অন্দরে সমস্যার সমাধান। তৃণমূল বিধায়কের পা ছুঁয়ে প্রনাম করলেন কাউন্সিলর। আর কাউন্সিলরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন বিধায়ক। এরপরেই নারকেল ফাটিয়ে শুরু হল পাড়ায় সমাধানের কাজ।

Advertisement

এমনই ঘটনা দেখা গেল, চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বটতলায়। শুক্রবার থেকে শুরু হল এই ক্যাম্প। উপস্থিত ছিলেন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার পূর্ত দপ্তরের পারিষদ সৌমিত্র ঘোষ, আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী। বিধায়ক জানান,মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধানের জন্য প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে দিয়েছেন। সেই টাকায় রাস্তা নিকাশী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ হবে। চুঁচুড়া পুরসভার তিরিশটি ওয়ার্ডে মোট তেরোশো কাজ নির্দিষ্ট করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তীকে এসআইআরের কাজ নিয়ে বকাঝকা করেন বিধায়ক। সেই রাগে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছিলেন নির্মল। যদিও, পরে নিজের পদত্যাগ পত্র প্রত্যাহার করে নেন নির্মল। কিছুদিন আগে, চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুলের মাঠ, ক্লাস রুম তৈরি করা নিয়ে সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব সামনে আসে। চুঁচুড়ার শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। এখনও নতুন চেয়ারম্যান শপথ নেননি চুঁচুড়া পুরসভায়।

সামনে বিধানসভা নির্বাচন এমন সময় নির্মলের পদত্যাগে অস্বস্তি তৈরী হয়। তাই পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পাড়ায় সমাধানে গিয়ে নিজেদের সম্পর্কের সমাধান করলেন বিধায়ক। মাথায় হাত দিয়ে কাউন্সিলরকে আশির্বাদ করলেন। বিধায়ক অসিত কাউন্সিলের প্রসঙ্গে বলেন, 'কাজ না করলে বকবোই। নির্মলের সঙ্গে কোনও সমস্যা নেই। নির্মল আমার অত্যন্ত স্নেহের। ওকে বকার যেমন অধিকার আছে, ভালবাসার অধিকার আছে। এসআইআরের কাজে এখানে কিছুটা পিছিয়ে ছিলাম সেটা নিয়ে আমি বলেছিলাম তাই ওর হয়তো মনে লেগেছিল।' নির্মল বলেন, 'আমার সঙ্গে বিধায়কের সমস্যা নেই। একসঙ্গে মিটিং করেছি। কোনও সমস্যা নেই। আমার কাজে কোনও ঘাটতি থাকলে বিধায়ক হিসাবে বকতেই পারেন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধায়কের পা ছুঁয়ে প্রনাম করলেন কাউন্সিলর।
  • কাউন্সিলরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন বিধায়ক।
  • নারকেল ফাটিয়ে শুরু হল পাড়ায় সমাধানের কাজ।
Advertisement