shono
Advertisement
Shalimar

পার্কিং বিবাদে পুলিশের সামনেই বাড়ি, গাড়ি ও বাইক ভাঙচুর, শালিমারে তুলকালাম

ঘরে ঢুকে মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ।
Published By: Sayani SenPosted: 02:47 PM Jun 16, 2024Updated: 03:24 PM Jun 16, 2024

অরিজিৎ গুপ্ত, হাওড়া: স্টেশন লাগোয়া পার্কিং জোন কার দখলে থাকবে, তা নিয়ে দুই শিবিরের অশান্তি। রবিবার দুপুরে হাওড়ার শালিমারে তুলকালাম। পুলিশের সামনেই পরপর বাড়ি, গাড়ি ও বাইক ভাঙচুর। ঘরে ঢুকে মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় জখম কমপক্ষে ৮-১০ জন। ঘটনাস্থলে উপস্থিত বোটানিক্যাল গার্ডেন থানার বিশাল পুলিশবাহিনী। মোতায়েন ব়্যাফও।

Advertisement

স্থানীয়দের একাংশের দাবি, শনিবার এলাকার এক টোটো চালককে বেধড়ক মারধর করা হয়। তার প্রতিবাদ করেন বেশ কয়েকজন। কেউ কেউ মনে করছেন, তার জেরে লিচুবাগান, ক্যারি রোডের কয়েকশো বহিরাগত যুবক এলাকায় আসে। শালিমার স্টেশন রোড লাগোয়া বেশ কয়েকটি বাড়ি, দোকান, ক্লাবে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

[আরও পড়ুন: স্ত্রীকে ফেরাতে তারাপীঠে তন্ত্রসাধনা! সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য]

পুলিশের সামনেই পরপর গাড়ি ও বাইক ভাঙচুর করা হয়। ঘরে ঢুকে একাধিক মহিলাকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে বোটানিক্যাল গার্ডেন থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ব়্যাফও পৌঁছয়। পুলিশের সামনেই শুরু হয় ইটবৃষ্টি। এই ঘটনায় জখম কমপক্ষে ৮-১০ জন। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। অশান্তির জেরে এখনও থমথমে গোটা এলাকা। বসানো হয়েছে পুলিশ পিকেট। টহলদারি চলছে ব়্যাফেরও। 

[আরও পড়ুন: স্পিকার নির্বাচনে বিজেপিকেই সমর্থনের ইঙ্গিত নীতীশ-চন্দ্রবাবুর! ডেপুটি স্পিকার পদ চায় INDIA]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শালিমার স্টেশন লাগোয়া পার্কিং জোন কার দখলে থাকবে, তা নিয়ে দুই শিবিরের অশান্তি।
  • পুলিশের সামনেই পরপর বাড়ি, গাড়ি ও বাইক ভাঙচুর। ঘরে ঢুকে মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় জখম কমপক্ষে ৮-১০ জন।
  • ঘটনাস্থলে উপস্থিত বোটানিক্যাল গার্ডেন থানার বিশাল পুলিশবাহিনী। মোতায়েন ব়্যাফও।
Advertisement