shono
Advertisement
Suri

দুষ্কৃতী গ্রেপ্তার হতেই জনরোষের শিকার পুলিশ! সিউড়িতে আক্রান্ত খোদ আইসি

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
Published By: Suhrid DasPosted: 12:54 PM Jan 28, 2025Updated: 01:10 PM Jan 28, 2025

দেব গোস্বামী, সিউড়ি:  রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। গোয়ালপোখর, ডোমকলের পর বীরভূমের সিউড়ি। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। থানার আইসির কলারও চেপে ধরা হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মল্লিকপুর পঞ্চায়েতের মিনিস্ট্রিল গ্রামে দুই যুবক মঙ্গলবার সকালে ঢুকেছিলেন। তাঁরা দুজনে রীতিমতো বন্দুক উঁচিয়ে হুমকি দিতে থাকেন। ঘটনায় শুরুতে স্থানীয় বাসিন্দারা ভীত হয়ে যান। পরে স্থানীয়রাই তাঁদের তাড়া করতে ধরে ফেলেন। শুরু হয় বেদম মার। ঘটনার খবর পেয়ে এলাকায় যান পুলিশকর্মীরা। ওই দুই যুবককে উদ্ধার করে পুলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করতেই নতুন করে ঝামেলা শুরু হয়। এবার পুলিশের উপর জনরোষ গিয়ে পড়ে।

তাঁদের উপর হামলা চালানো হয়। ওই দুই যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনায় যথেষ্ঠ উত্তেজনা ছড়ায়। মারধর করা হয় পুলিশ কর্মীদের। থানার আইসির জামার কলারও চেপে ধরার অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়ে কিছুটা পিছু হটে পুলিশ। পরে বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ।

মারমুখী পুলিশকে দেখে ভয়ে পালান বিক্ষোভকারীরা। এলাকা থেকে ওই দুই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের সঙ্গে থাকা অস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর। কোথা থেকে তাঁরা অস্ত্র পেলেন? সেসব খতিয়ে দেখতে চাইছে পুলিশ। এলাকাতেও নিরাপত্তার ব্যবস্থা করা হয় বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিযুক্তকে ধরতে গিয়ে বাধা পেলেন পুলিশ কর্মীরা।
  • পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ।
  • ঘটনায় আপাতত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার