shono
Advertisement
Murshidabad

জামাইকে 'পিটিয়ে খুন' শ্বশুর-শাশুড়ির, মুর্শিদাবাদে গ্রেপ্তার ৩

অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুড়বাড়ির সদস্যরা।
Published By: Subhankar PatraPosted: 03:00 PM Jul 05, 2024Updated: 05:42 PM Jul 05, 2024

অতুলচন্দ্র নাগ, ডোমকল: জামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শ্বশুড়বাড়ির বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের(Murshidabad) রানিনগর থানার ঝাউবাড়িয়া এলাকায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্বশুর, শাশুড়ি-সহ আরও একজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস। বয়স আনুমানিক ৪০ বছর। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। শুক্রবার সকালে তার ঘর থেকে নিথর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে,  রানিনগরের (Raninagar) বাসিন্দা জগন্নাথ ওরফে জগা মালিপাড়া এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীর সঙ্গে তাঁর বাপের বাড়িতেই ছিলেন।

[আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার-জলপাইগুড়ি, বন্ধ তিস্তা বাজার-দার্জিলিং যোগাযোগও]

জগার পরিবারের অভিযোগ শ্বশুর বাড়ির লোক বৃহস্পতিবার রাতে তাঁকে পিটিয়ে খুন করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে স্ত্রী ও তাঁর পরিবারের দাবি, মৃত ব্যক্তি প্রচুর নেশা করতেন, সেই কারণেই মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানিনগর থানার পুলিশ। জগন্নাথকে উদ্ধার করে নিকটবর্তী গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর (Berhampore) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, প্রশ্নের মুখে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল শ্বশুড়বাড়ির বিরুদ্ধে।
  • ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের রানিনগর থানার ঝাউবাড়িয়া এলাকায়।
  • শ্বশুর, শাশুড়ি-সহ আরও একজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।
Advertisement