রাজা দাস, বালুরঘাট: হিন্দুমতে শক্তি মানেই মাতৃশক্তি। তাই প্রকৃতি মায়ের উপাসনাতেই প্রকৃত শক্তির বিকাশ। যুগ যুগ ধরে এটাই হয়ে এসেছে হিন্দুদের ঘরে ঘরে। আজ জামাই ষষ্ঠী (Jamai Sasthi)। জামাইয়ের মঙ্গলকামনায় পুজো দিয়ে, তাঁদের আশীর্বাদ করে রকমারি ভোজন করানো রীতি। কিন্তু শুধু জামাই কেন? কন্যাদেরও জন্যও তো এমন ব্রত পালন করা যায়। সেটাই করে দেখাল দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা তৃণমূল মহিলা নেতৃত্ব। রবিবার তাঁরা কন্যাশ্রীদের জন্য পুজো দিলেন। হাতে বেঁধে দিলেন পবিত্র লাল সুতো।ব্যতিক্রমী আয়োজনে পালিত হল ‘কন্যাশ্রী ষষ্ঠী’।
রাজ্য সরকারের ‘কন্যাশ্রী‘ (Kanyasree) প্রকল্পের কথা কে না জানে? শুধু তো রাজ্য কিংবা দেশেই নয়, এই প্রকল্প আন্তর্জাতিক স্তরে পর্যন্ত খ্যাতি লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প জিতেছে বিশ্বমানের পুরস্কার। কন্যাশ্রী প্রকল্পে একেবারে প্রথম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সরকারি স্কুলে পড়াশোনায় কোনও খরচ নেই এ রাজ্যের মেয়েদের। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা – খরচের ভার রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের।
[আরও পড়ুন: দারিদ্রকে হার মানিয়ে মাধ্যমিকে অভাবনীয় সাফল্য, আর কি এগোতে পারবে ওরা?]
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কতখানি সফল, তার প্রমাণ রয়েছে হরেক। রাজ্যে বাল্যবিবাহ অনেকটা নির্মূল করা গিয়েছে। মেয়েদের উচ্চশিক্ষার হার বেড়েছে। নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে স্বনির্ভর হওয়ার দিকে কয়েকধাপ এগিয়ে দিয়েছে কন্যাশ্রী প্রকল্প। গ্রামবাংলা এখন কন্যাশ্রীদের সাফল্যে জ্বলজ্বল করছে। আগামী দিনে এই কন্যাশ্রীরা যাতে সুস্থ ও সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে, সেই শুভকামনায় বালুরঘাট (Balurghat) শহরের কাঁঠালপাড়া এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল জেলা কার্যালয়ে এই কন্যাশ্রী ষষ্ঠীর আয়োজন করা হয়।
[আরও পড়ুন: ধর্ষক নাতজামাই! দিনের পর দিন স্ত্রীর ঠাকুমাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি]
এদিন ষষ্ঠী পূজার পাশাপাশি জেলা মহিলা তৃণমূল (TMC) সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী কন্যাশ্রীদের হাতে পবিত্র লাল সুতো বেঁধে দেন। তাঁদের প্রাণভরে আশীর্বাদ করেন। এমন দিনে তাদের জন্য এই পুজো, আয়োজন দেখে আপ্লুত কন্যাশ্রীরা। মহিলা তৃণমূলের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এ এক অভিনব আয়োজন তো বটেই। দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল সেদিক থেকে অনন্য নজির রাখল, তা বলাই যায়।
দেখুন ভিডিও।