shono
Advertisement

পরকীয়া সম্পর্কে আর্থিক লেনদেন! টাকা ফেরত না পেয়ে যুবককে এলোপাথাড়ি কোপ কালনার বধূর

অভিযুক্ত মহিলা ও তাঁর বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Paramita PaulPosted: 06:00 PM Feb 19, 2025Updated: 06:01 PM Feb 19, 2025

অভিষেক চৌধুরী, কালনা: দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপাল মহিলা। অভিযোগ, ওই যুবকের মুখে প্রথম অ্যাসিড ছোড়া হয়। তারপর এলোপাথাড়ি কোপ মারে অভিযুক্ত মহিলা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত মহিলা ও তাঁর বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কালনার রানীবন্দর এলাকায় ঘটনাটি ঘটে।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম নয়ন ক্ষেত্রপাল। তাঁর স্বামী ভিনরাজ্যের কর্মরত। সন্তানও আছে। অভিযোগ, নয়নের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল শামীম মণ্ডল। সেই সূত্রে শামীমকে টাকাও ধার দেয় সে। সেই টাকা নিয়েই গণ্ডগোল বলে খবর। সূত্রের দাবি, টাকা চাইতে শামীমের বাড়ি কর্পূরডাঙায় গিয়েছিল নয়ন। সেখানে তাঁকে হুমকিও দেয় বলে খবর। এরপর বুধবার সকালে নয়নকে রানীবন্দর এলাকায় ডেকেছিল নয়ন।

স্থানীয়দের দাবি, এদিন সকালে শামীম আসেন নয়নের বাপের বাড়ি এলাকায়। সেখানে প্রথমে তাঁকে লক্ষ্য করে নয়ন অ্যাসিড ছুড়েছে বলে অভিযোগ। তারপরই এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এ প্রসঙ্গে কালনার এসডিপিও রাকেশকুমার চৌধুরী জানান, "একজনকে কোপ মারার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নয়ন ক্ষেত্রপাল, তার বাবা ভজন ক্ষেত্রপাত এবং মা চন্দনা ক্ষেত্রপালকে হেফাজতে নিয়ে আগামিকাল, বৃহস্পতিবার আদালতে তোলা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপাল মহিলা।
  • অভিযোগ, ওই যুবকের মুখে প্রথম অ্যাসিড ছোড়া হয়।
  • তারপর এলোপাথাড়ি কোপ মারে অভিযুক্ত মহিলা।
Advertisement