shono
Advertisement
Lok Sabha Election Result 2024

একেবারে নিশ্চিহ্ন নয় বাম-কংগ্রেস! বিধানভিত্তিক ফলাফলে আশঙ্কায় গেরুয়া শিবির

উনিশ, একুশের ভোটের তুলনায় ২৯৪ বিধানসভা কেন্দ্রে কেমন ফল হল ২০২৪-এ?
Published By: Sucheta SenguptaPosted: 05:26 PM Jun 07, 2024Updated: 06:57 PM Jun 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় বামেদের স্কোরবোর্ডে ফের লেখা হয়েছে 'শূন্য'। ৪২ আসনের বেশ কয়েকটিতে বাম প্রার্থীরা আশা দেখালেও শেষমেশ তৃতীয় হয়েই থামতে হয়েছে। কংগ্রেসেরও প্রায় একই দশা। বহরমপুর থেকে অধীর চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীও হারের মুখ দেখেছেন। মালদহ দক্ষিণে একমাত্র 'হাত' শিবিরের মুখরক্ষা করতে পেরেছেন গনি পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী। এই পরিস্থিতিতে অবশ্য বাম-কংগ্রেসকে চূড়ান্ত হতাশ হওয়া থেকে কিছুটা হলেও বাঁচাতে পেরেছে বিধানসভাওয়াড়ি ফলাফল। তাতে দেখা যাচ্ছে, বাম-কংগ্রেস একেবারে শূন্য নয়। লোকসভা ভোটের পরিসংখ্যান বলছে, বিধানসভার ভিত্তিতে কংগ্রেস এগিয়ে ১১ আসনে, বামেরা একটি আসনে। অন্যদিকে, গেরুয়া শিবিরের অবনতি হয়েছে। চব্বিশের ভোটে মাত্র ৯০ বিধানসভায় এগিয়ে বিজেপি। যা উনিশের ভোটে ছিল ১২১।

Advertisement

উনিশের লোকসভা ভোটে (Lok Sabha Election 2019) কেমন ছিল বাংলার ফলাফল, দেখে নেওয়া যাক একনজরে -

২০১৯ লোকসভা নির্বাচনের ফল: 

মোট আসন ৪২

তৃণমূল ২২

বিজেপি ১৯

কংগ্রেস ২

বামেদের প্রাপ্তি ছিল শূন্য। ২০১৯-এ বিধানসভাওয়াড়ি ফলাফলের ভিত্তিতে -

১৬৪ আসনে এগিয়ে ছিল তৃণমূল

১২১ আসনে এগিয়ে বিজেপি

৯ আসনে এগিয়ে  কংগ্রেস 

বামেরা যথারীতি একটি আসনেও এগোতে পারেনি। এর পর একুশের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2021) অবশ্য এই ছবিটা অনেকটাই বদলে যায়। রেকর্ড সংখ্যক আসন জিতে তৃতীয়বারের জন্য তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফেরে। তবে বাম-কংগ্রেসের ঝুলি সেই শূন্যই রয়ে গিয়েছে।

এবার সদ্য প্রকাশিত হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল (Lok Sabha Election Result 2024)। তাতে বিধানসভাভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, তৃণমূল এগিয়ে গিয়েছে অনেকটা। পরিসংখ্যান বলছে -

২০১৯ লোকসভা নির্বাচনে বিধানসভাওয়াড়ি ফল: 

১৯২ আসনে এগিয়ে শাসকদল

মাত্র ৯০ আসনে এগিয়ে গেরুয়া শিবির

কংগ্রেস ১১ আসনে এগিয়ে এবং বামেরা একটি আসনে।

তথ্য বলছে, সেটি বামেরা এগিয়ে মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের রানিনগর বিধানসভা কেন্দ্র। আর কংগ্রেস যেসব জায়গায় এগিয়ে, তা হল - রায়গঞ্জ লোকসভার অন্তর্গত ২টি বিধানসভা, মালদহ উত্তরের ৪টি, মালদহ দক্ষিণের ৩টি, জঙ্গিপুর লোকসভার একটি এবং বহরমপুরের মাত্র একটি বিধানসভা আসন। শতকরা হিসেব বলছে, মালদহ দক্ষিণের জয়ী কংগ্রেস প্রার্থী ঈশা খান পেয়েছেন ৪১.৭৯ শতাংশ ভোট। এর পরই রয়েছেন অধীর চৌধুরী, তাঁর প্রাপ্ত ভোট ৩১.৭৪। এই মার্কশিট বাম-কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধারে কতটা সাহায্য করবে, তা দেখার। 

[আরও পডুন: রাজনীতির চাপে ইন্ডাস্ট্রি কি কম গুরুত্ব পাবে? উত্তর দিলেন দেব, রচনা, জুন, সায়নী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চব্বিশের লোকসভায় বিধানসভাওয়াড়ি ফলাফলে আশা দেখছে বাম-কংগ্রেস।
  • ১১ আসনে এগিয়ে কংগ্রেস, বামেরা এগিয়ে একটি আসনে।
Advertisement