shono
Advertisement
Dilip Ghosh

'গলায় পা দিয়ে তো বাংলা সিনেমা ডুবিয়েছেন', এবার দিলীপের নিশানায় দেব

সংসদে উপস্থিতির প্রসঙ্গ তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তৃণমূলের তারকা প্রার্থীকে বিঁধলেন দিলীপ।
Posted: 12:28 PM Apr 08, 2024Updated: 03:11 PM Apr 08, 2024

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বিনোদুনিয়ায় জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট। তবে রাজনীতিক হিসাবে দেবের গ্রহণযোগ্যতা নেহাত কম কিছু নয়। দুবারের জয়ী সাংসদ তিনি। এবার ঘাটাল থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন। ভোটের মুখে চুটিয়ে প্রচারও সারছেন। সেই দেবকেই এবার খোঁচা দিলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সংসদে উপস্থিতির প্রসঙ্গ তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তৃণমূলের তারকা প্রার্থীকে বিঁধলেন তিনি।

Advertisement

দিলীপ ঘোষ এদিন দুর্গাপুরের ফুলঝোড়ে 'চায়ে পে চর্চা'য় যোগ দেন। বিক্ষোভের মুখেও পড়েন। তবে তার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক ইস্যুতে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বক্তব্য রাখেন। কখনও তৃণমূলকে বিঁধলেন। আবার কখনও তাঁর আক্রমণের তির ছিল নির্দিষ্ট কোনও প্রার্থীর দিকে। তাঁর প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদের পাশাপাশি এবার নিশানায় তৃণমূলের তারকা প্রার্থী দেব। ঘাটালের তৃণমূল প্রার্থীকে খোঁচা দিয়ে বলেন, "দেব পার্টটাইম পলিটিশিয়ান। ফুলটাইম অ্যাক্টর। তাই ব্যালান্স করতে অসুবিধা হচ্ছে।" ভোটের মুখে দিলীপ ঘোষের পরামর্শ, "অ্যাক্টিং ভালো করে করুন। গলায় পা দিয়ে তো বাংলা সিনেমা ডুবিয়েছেন। বাংলা সিনেমা আপনারা বাঁচান। আমরা বাংলা বাঁচাচ্ছি।" এই প্রসঙ্গে দেবের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ভোটে প্রচুর খরচ, ‘দাদা’কে ভালোবেসে ছাগল বিক্রির টাকা দিলেন গৃহবধূরা, আপ্লুত অধীর]

এই প্রথমবার নয়। তারকা প্রার্থীদের বিরুদ্ধে বারবারই নানা কটাক্ষ করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এর আগেও দেবকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। "দেব দেবী ছাড়া তৃণমূলের গতি নেই", বলে একসময় তাচ্ছিল্যের সুর শোনা গিয়েছিল বিজেপি নেতার গলায়। ওয়াকবিহাল মহলের মতে, দশ বছরের রাজনৈতিক কেরিয়ারে কখনই ব্যক্তি আক্রমণে যাননি দেব। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায় যেভাবে তাঁকে আক্রমণ করে, তাতেও তেমন কোনও বিস্ফোরক দাবি করেননি তারকা সাংসদ।

অভিনয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকায় ঘাটালবাসীকে যে সেভাবে সময় দিতে পারেন না নিজে মুখে দেবকে সে আক্ষেপ প্রকাশ করতেও দেখা গিয়েছে। তবে তা সত্ত্বেও ঘাটাল মাস্টারপ্ল্যানের জটিলতা মিটিয়েছেন তিনিই। আর তা স্থানীয় এলাকায় সাংসদ হিসাবে তাঁর জনপ্রিয়তাকে যে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এবারও ভোট জিতে হ্যাটট্রিক করতে পারেন কিনা দেব, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: পুলওয়ামা, বালাকোটের থেকেও বড় সার্জিক্যাল স্ট্রাইক! ভোটপ্রচারে নয়া হুঁশিয়ারি দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেবকেই এবার খোঁচা দিলেন দিলীপ ঘোষ।
  • সংসদে উপস্থিতির প্রসঙ্গ তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তৃণমূলের তারকা প্রার্থীকে বিঁধলেন তিনি।
  • ঘাটালের তৃণমূল প্রার্থীকে খোঁচা দিয়ে বলেন, "দেব পার্টটাইম পলিটিশিয়ান। ফুলটাইম অ্যাক্টর। তাই ব্যালান্স করতে অসুবিধা হচ্ছে।"
Advertisement