shono
Advertisement

Breaking News

Sodepur

সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন! সোদপুরের হোটেলে যুবকের রহস্যমৃত্যুতে ধৃত প্রেমিকা

সম্পর্ক থেকে বেরতে চাইলে হোটেলে গিয়েছিলেন কেন? উঠছে প্রশ্ন।
Published By: Suhrid DasPosted: 11:39 AM Feb 26, 2025Updated: 11:39 AM Feb 26, 2025

অর্ণব দাস, বারাকপুর: সোদপুরের ঘোলার হোটেলে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তাঁর বান্ধবী। মঙ্গলবারই তাঁর খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করেছে ঘোলা থানার পুলিশ। ধৃত তরুণীর নাম তিতলি দে।

Advertisement

সোদপুরের মুড়াগাছা এলাকার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছিল বাবলু মণ্ডল নামে এক যুবকের মৃতদেহ। হোটেলকর্মীরা ঘরের মধ্যে দেহ পড়ে থাকতে দেখেছিলেন। ঘোলা থানার পুলিশের প্রাথমিক অনুমান ছিল ওই যুবক বিষক্রিয়ায় মারা গিয়েছেন। জানা যায়, ওই যুবক আগের দিন রাতে এক তরুণীকে নিয়ে ওই হোটেলে গিয়েছিলেন। তবে কিছু সময় পরেই সেই তরুণী হোটেল থেকে বেরিয়ে যান। আর তাঁকে সেখানে ফিরে আসতে দেখা যায়নি।

কে এই রহস্যময়ী? সেই খোঁজ শুরু করেন তদন্তকারীরা। সেখানে হোটেলের সিসিটিভি-সহ অন্যান্য জিনিসপত্র খতিয়ে দেখা হয়। মৃত যুবকের মোবাইল ফোনও পরীক্ষা করা হয়। সূত্র ধরে পুলিশ ওই রহস্যময়ীর খোঁজ পায়। মৃত বাবলু মণ্ডলের বান্ধবী তিতলি দেকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা যায়, তাঁরা দুজনে সম্পর্কে ছিলেন দীর্ঘদিন। ইদানীং সেই সম্পর্কে অবনতি হয়। সম্পর্কের থেকে তিতলি বেরিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, সম্পর্ক থেকে বেরতে চাইলে কেন বাবলুর সঙ্গে ওই হোটেলে গিয়েছিলেন? দুজনের মধ্যে হোটেলের বন্ধ ঘরে কী কথাবার্তা হয়েছিল?

শুধু তাই নয়, নিজেই বিষ খেয়েছিলেন ওই যুবক? নাকি তাঁকে বিষ খেতে বাধ্য করা হয়? কেন হোটেলের ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন তিতলি? কেনই বা প্রেমিককে নিরস্ত করেননি তিনি? একাধিক প্রশ্নের উত্তরে অসঙ্গতি পেয়েছে পুলিশ। ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ আদালতে তোলা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোদপুরের ঘোলার হোটেলে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তাঁর বান্ধবী।
  • মঙ্গলবারই তাঁর খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা।
  • দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করেছে ঘোলা থানার পুলিশ।
Advertisement