shono
Advertisement
Malda

মালদহের সালিশিসভায় অশান্তিতে মৃত দুজনেই তৃণমূল কর্মী! জেলাজুড়ে জারি তল্লাশি

ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।
Published By: Kousik SinhaPosted: 12:49 PM Nov 28, 2025Updated: 02:08 PM Nov 28, 2025

বাবুল হক, মালদহ: মালদহে (Malda) সালিশিসভায় অশান্তির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই। বৃহস্পতিবারই একরামুল শেখ নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদশা শেখ নামে আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে তাঁরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত দুজনেই তৃণমূলের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জেলা পুলিশের নেতৃত্বে এলাকার বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি।

Advertisement

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) কালিয়াচক থানার রাজনগর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ফসলি জমির উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যা নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। সমস্যা সমাধানে বৃহস্পতিবার এলাকায় বসে সালিশি সভা। আর সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে নতুন করে অশান্তি মোড় নেয়। যা নিয়ে একেবারে রক্তারক্তি ঘটনা ঘটে যায়। অভিযোগ সেখানেই নৃশংসভাবে একরামুল শেখকে খুন করা হয়। ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। যার মধ্যে ছিলেন বাদশা শেখও। জানা গিয়েছে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই মৃত্যু হয় বাদশা শেখের।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। অন্যদিকে গত কয়েকদিনে মালদহে (Malda) একের পর এক খুনের ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠছে জেলার আইনশৃঙ্খলা নিয়েও। এর মধ্যেই বুধবার মালদহের পুলিশ সুপার প্রদীপ যাদবকে বদলি করা হয়েছে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রদীপকে উত্তর দিনাজপুর জেলা ট্র্যাফিক পুলিশের সুপার পদে বদলি করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মালদহে সালিশিসভায় অশান্তির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই।
  • জেলাজুড়ে তল্লাশি পুলিশের।
  • ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।
Advertisement