বাবুল হক, মালদহ: রেললাইনের ধারে শৌচকর্ম করতে গিয়ে প্রাণ হারাল দশম শ্রেণির ছাত্রী। মালদহের (Maldah) সামসি রেলগেট এলাকায় ঘটেছে মর্মান্তিক ঘটনাটি। মৃত ছাত্রীর নাম বাসন্তী মণ্ডল। উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। সোমবার সন্ধে নাগাদ সামসির কাছে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ধাক্কায় প্রাণ হারিয়েছে বাসন্তী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় রেল পুলিশ।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই স্কুলছাত্রীর নাম বাসন্তী মণ্ডল, বয়স ১৬ বছর। তার বাড়ি উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ইটাহার থানার কাপাসিয়া গ্রামে। মালদহের মানিকচকের ভূতনি চর এলাকায় দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। সোমবার বিকেলে দিদি এবং জামাইবাবুর সঙ্গে মোটরবাইকে চেপে মানিকচক থেকে ইটাহারে নিজের বাড়ি ফিরছিল সে। উত্তর মালদহের সামসি রেলগেট এলাকায় মোটরবাইক থেকে নেমে শৌচকর্ম করতে যায় বাসন্তী। সেসময় ডাউন বন্দে ভারত একপ্রেস ঝড়ের গতিতে আসছিল। ট্রেনটি বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় (Death) দশম শ্রেণির ওই স্কুলছাত্রী।
[আরও পড়ুন: ৯ দিন পার, সুড়ঙ্গে আটক শ্রমিকদের কাছে পৌঁছল বোতলভর্তি খিচুড়ি]
জানা যাচ্ছে, ডাউন বন্দে ভারত এক্সপ্রেসটি এনজেপি থেকে হাওড়ায় (Howrah) আসছিল। দ্রুতগতিতে থাকায় সামসি রেলগেটের কাছেও তার গতি কমেনি। এবং রেললাইনের ধারে থাকা মেয়েটিকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় ট্রেনটি। তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ কোনওক্রমে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এর আগে বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনায় এই মালদহের কাছে অশান্তি ছড়িয়ে পড়ে। এছাড়া সেমি হাইস্পিড এই ট্রেনের যাত্রী পরিষেবা নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। আর এবার বন্দে ভারতের ধাক্কায় প্রাণহানির ঘটনা ঘটল।