shono
Advertisement
Mamata Banerjee

'ভাঙন রোধে কেন্দ্র কিছু করেনি, রাজ্য ২০০ কোটি টাকা দি‍য়েছে', মালদহের সভায় তোপ মমতার

ফরাক্কায় ড্রেজিং হয় না বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর।
Published By: Suhrid DasPosted: 01:34 PM Dec 03, 2025Updated: 03:58 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালদহ ও মুর্শিদাবাদের দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা গঙ্গা ভাঙন। মালদহের গাজোলের সভা থেকে ভাঙন ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাঙন রোধে কেন্দ্রের বিজেপি সরকার কিছু করেনি, সরাসরি এই অভিযোগ করেছেন তিনি। ভাঙন রোধে রাজ্য সরকার ২০০ কোটি টাকা দিয়েছে। জোর গলায় সেই কথা বলেছেন তিনি। বহুবার বলার পরও কেন্দ্রের তরফে ফরাক্কায় ড্রেজিং করা হয় না। সেই অভিযোগও সভামঞ্চ থেকে এদিন তুলেছেন মমতা।  

Advertisement

মালদহের ভুতনি, রতুয়া, গাজোল, ইংরেজবাজার-সহ একাধিক জায়গার জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙন। বিস্তীর্ণ এলাকার জমি ভাঙনে নদীগর্ভে তলিয়ে গিয়েছে ইতিমধ্যেই। চোখের সামনে ভিটেমাটি, জমি হারিয়েছেন সাধারণ মানুষজন। চোখের সামনে সব চলে গঙ্গার গ্রাসে চলে যেতে দেখে চোখের জল ফেলতে হয়েছে বহু পরিবারকে। বর্ষার সময় থেকে প্রতি বছর মালদহ ও মুর্শিদাবাদে ভাঙন দেখা দেয়। কেন্দ্রের তরফ থেকে এই ভাঙন প্রতিরোধ কোনও স্থায়ী সমাধান করা হয় না,  এমন অভিযোগ ওঠে।

মালদহের গাজোলে বুধবার সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ভাঙন ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি। "গঙ্গা আমাদের হাতে নেই। ভাঙন রোধ কেন্দ্রের হাতে।" সেই কথা জোর গলায় বলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফে মালদহ ও মুর্শিদাবাদের ভাঙন রোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপই করা হয় না। আরও একবার সেই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্যের তরফে ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। সেই কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফরাক্কার ব্যারাজে দীর্ঘ সময় ধরে পলি জমার কারণে নাব্যতা হারাচ্ছে। কেন্দ্রের কাছে এই বিষয়ে একাধিকবার আবেদন করা হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ। এদিন আরও একবার সেই প্রসঙ্গ উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী। ফরাক্কায় ড্রেজিং হয় না, সেই অভিযোগ আরও একবার করলেন তিনি।

ভাঙনে দুর্গতদের পাশে রাজ্য সরকার বরাবর আছে। গাজোলের মাটিতে দাঁড়িয়ে আরও একবার সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মালদহ ও মুর্শিদাবাদের দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা গঙ্গা ভাঙন।
  • মালদহের গাজোলের সভা থেকে ভাঙন ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement