জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের আর্জিতে সাড়া। এসআইআরের প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। আগামিকাল অর্থাৎ সোমবার দুপুর ১২ অনশন প্রত্যাহার করা হবে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ডাক দিয়েছেন বৃহত্তর আন্দোলনের। সাফ জানিয়েছেন, এসআইআরের নামে কোনও অন্যায় বরদাস্ত করা হবে না।
মতুয়ারা মনে করছেন এসআইআরের ফলে অনেকের নাম বাদ যেতে পারে। সে কারণেই এর প্রতিবাদে সরব মতুয়ারা। মমতাবালাপন্থী মতুয়ারা ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছেন। যদিও একে একে ১৫ জন বিশেষ কারণে কয়েকদিন আগেই অনশন প্রত্যাহার করেছেন। তবে মমতাবালা ঠাকুর-সহ ১০ জন অনশন চালিয়ে যাচ্ছিলেন। এরই মাঝে রবিবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুরবাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপর রাতেই অনশন প্রত্য়াহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মমতাবালা ঠাকুর।
এদিন রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বলেন, "আগামিকাল বেলা বারোটার সময় অনশন তুলে নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন। তাঁর চিঠিকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত।" এরপরই তিনি জানান, তবে অনশন তুলে নেওয়া হচ্ছে কারণ এবার বৃহত্তর আন্দোলনে শামিল হবেন তাঁরা। প্রসঙ্গত, বঙ্গে এসআইআরের সিদ্ধান্ত বিজেপির জন্য আদৌ ফলপ্রসু হবে কি না তা নিয়ে দ্বন্দ্বে দল। আতঙ্কিত মতুয়া মহাসংঘের আরেক সংঘাধিপতি শান্তনু ঠাকুরও। এসআইআরের ফলে কারও নাম বাদ গেলে প্রয়োজনে CAA করে নাগরিকত্ব দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। তবে সেই আশ্বাসে কাজের কাজ হয়নি। পরিবর্তে দিন যত গড়াচ্ছে, এসআইআর নিয়ে আতঙ্ক যেন মতুয়াদের মধ্যে আরও বাড়ছে। যার প্রভাব ভোটবাক্সে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
