shono
Advertisement
Naihati

ভারতের ভোটার তালিকায় নাম, ভোট দেন পদ্মাপাড়েও! SIR আবহে বাংলাদেশির পর্দাফাঁস

এনিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।
Published By: Sucheta SenguptaPosted: 07:39 PM Nov 29, 2025Updated: 07:43 PM Nov 29, 2025

অর্ণব দাস, বারাকপুর: SIR আবহে এদেশে বসবাসকারী বাংলাদেশিদের পরিচয় ক্রমশ প্রকাশ্যে আসছে। উত্তর ২৪ পরগনার জগদ্দলের মামুদপুর পঞ্চায়েত এলাকায় একাধিক বাংলাদেশি ভোটার। আবার এদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে তাঁদের। শনিবার এসআইআরের মাঝে সুভাষপল্লির বাসিন্দা লিটন দাসের বিরুদ্ধে এহেন অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এনিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তবে লিটনকে নিয়ে এলাকায় 'নানা মুনির নানা মত'।

Advertisement

স্থানীয় বাসিন্দা নির্মল সরদার বলেছেন, "লিটন দাসকে চিনি। আমরা জানি কয়েক বছর আগে ওরা বাংলাদেশ থেকে এসেছে। খুঁজলে এরকম আরও অনেকেই পাওয়া যাবে।" অভিযুক্ত লিটন দাসের দাবি, ''আমার দাদা প্রণব দাস বাংলাদেশে থাকে। বোন থাকে গোবরডাঙায়। রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করি। ২০১৭ সালে ঘর করেছি। বাংলাদেশের ভোটার তালিকায় নাম ছিল। এখন নাম আছে কি না, জানি না।'' এসআইআর চলাকালীন এনুমারেশন ফর্ম বলেও জানিয়েছেন লিটন।

লিটন দাস যে দু'দেশেরই ভোটার, তা নিয়ে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের কথায়, "তৃণমূলের এটাই চরিত্র। বাংলাদেশিদের এদেশের ভোটার কার্ড করে দিচ্ছে। ফলে দু'দেশেই ভোট দিচ্ছে। সত্যি যদি ধর্মীয় নিপীড়নের জন্য এদেশে এসে থাকে, তাহলে সিএএ'তে আবেদন করুক। নাহলে এই ধরনের ভোটারদের নাম বাদ হোক।" যদিও জগদ্দল ব্লক তৃণমূল সভাপতি বলরাম সাঁতরার প্রতিক্রিয়া, "ঘটনাটি সত্যি কি না বলতে পারব না। তবে, কর্মসূত্রে অনেকেই অন্য রাজ্যে থাকে, ভোটের সময় আসে জানি। ২০২৫ সালের ভোটার তালিকায় নাম থাকলেই যে কেউ এনুমারেশন ফর্ম পাচ্ছে। নিয়ম মেনে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।" যদিও নির্বাচন কমিশনের দাবি,  এধরনের অবৈধ ভোটারদের বাদ দিতেই তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নৈহাটিতে বসবাস বাংলাদেশিদের, তাঁদের নামও দু'দেশের ভোটার তালিকায়।
  • এসআইআর আবহে বাংলাদেশিদের পর্দাফাঁস!
  • এনিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়।
Advertisement