অর্ণব আইচ: অনলাইনে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থেকে গ্রেপ্তার যুবক। আগেও বিভিন্ন প্রতারণায় ধৃতের নাম উঠে এসেছে। সিবিআইয়ের নজরেও ছিলেন অভিযুক্ত। বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সৌরভ লস্কর। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা। ধৃত একাধিক প্রতারণা চক্রের মাথা বলেও দাবি। দিনকয়েক আগে অনলাইনে লোন পাইয়ে দেওয়ার নামে এক ব্যক্তির থেকে ৩০ হাজার টাকা নেয়। তা ফেরত না পাওয়ায় ওই ব্যক্তি প্রতারণার অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সৌরভের হদিশ পান তদন্তকারীরা। বুধবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে জামিনে মুক্তি পান।
জানা গিয়েছে, কিছু ভুয়ো কল সেন্টারের সঙ্গে যোগাযোগ রয়েছে এই সৌরভের। একাধিক ভুয়ো সিম তুলে প্রতারণা করতেন সৌরভ বলে দাবি। বেশ কিছু দিন আগে একটি সিম কার্ড পরিষেবা প্রদানকারী সংস্থা এই সৌরভের নামে অভিযোগ জানায়। সিবিআইয়ের নজরেও ছিলেন তিনি। ধৃতকে শিয়ালদহ আদালতে তোলা হলে তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
