shono
Advertisement

মালদহে কুপিয়ে গুলি করে খুন যুবককে

চাঞ্চল্য ছড়াল কালিয়াচক থানার বিবিগ্রামে The post মালদহে কুপিয়ে গুলি করে খুন যুবককে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:12 PM Feb 10, 2017Updated: 08:42 AM Feb 10, 2017

বাবুল হক: যুবক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানার বিবিগ্রামে। নিহত আবদুল বারি নামে বছর পঁচিশের এক যুবক। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ বাড়ি ফেরার সময় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন তিনি। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর গুলি করা হয় আবদুল বারিকে। জানা গিয়েছে, রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় ৭-৮ জন দুষ্কৃতী পথ আটকে আবদুলকে খুন করে পালায়। ভোররাতে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

আমেরিকা যেতে চাই ফেসবুকের পাসওয়ার্ড

পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই খুন হতে হয়েছে আবদুল বারিকে। তবে পরিবারের লোকজনের অভিযোগ, আবদুলকে খুন করার পিছনে এমপা শেখ নামে এক মাদক কারবারির হাত রয়েছে। সে এবং তার দলবলই খুন করে পালিয়ে যায়। কয়েকদিন আগে এমপা শেখের মাদকদ্রব্য আটক করেছিল পুলিশ। আবদুলই পুলিশকে খবর দিয়ে মাল ধরিয়ে দিয়েছেন, এই সন্দেহের বশেই মাদক কারবারিরা তাঁকে খুন করেছে অনুমান বাড়ির লোকের। গোটা ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

তিন তালাক মুসলিম মহিলাদের উপর নির্মমতা, মন্তব্য আরএসএস নেতার

The post মালদহে কুপিয়ে গুলি করে খুন যুবককে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement