shono
Advertisement

তরুণীকে কটূক্তি, সালিশিতে নিদান দিয়ে ফেরার পথে খুন ব্যক্তি

পাঁচিলে বসে আড্ডা মেরে কাউকে কটূক্তি ও উত্যক্ত করা যাবে না বলে নিদান দিয়েছিলেন পূর্ণচন্দ্র৷ The post তরুণীকে কটূক্তি, সালিশিতে নিদান দিয়ে ফেরার পথে খুন ব্যক্তি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:07 PM Jan 24, 2017Updated: 02:37 PM Jan 24, 2017

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি থেকে কিছুটা দূরে কুপিয়ে খুন করা হল পূর্ণচন্দ্র মাঝি নামে এক ব্যক্তিকে৷ সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকায়৷ অভিযোগ, সম্প্রতি সালিশি সভায় গ্রামের এক তরুণীকে উত্যক্ত করার বিরুদ্ধে নিদান দিয়েছিলেন মাঝবয়সি ওই ব্যক্তি৷ সেই জন্যই তাঁকে নৃশংসভাবে খুন হতে হয়েছে৷ ঘটনার জেরে মঙ্গলবার সকালে ৫ জনকে আটক করা হয়েছে৷ পলাতক মূল অভিযুক্ত রাহুল ঘোষ৷

Advertisement

মানুষকে বুথমুখী করে তুলে দেশের সেরা পুরুলিয়ার ‘ভোটেশ্বর’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের ঘোষপাড়ায় ক্লাবের প্রবীণ সদস্যের মেয়েকে এক যুবক ‘প্রেমিক’ হিসেবে দাবি করে উত্যক্ত করত৷ পাশাপাশি অভিযোগ রয়েছে, পাড়ার একটি ছেলেও ওই তরুণীকে উত্যক্ত করত৷ সোমবার সকালে অন্য পাড়ার ‘প্রেমিক’ ছেলেটি তরুণীর সঙ্গে দেখা করতে আসে৷ তাকে ধরে পাড়ার ক্লাবের জুনিয়র কয়েকজন সদস্য প্রবল মারধর করে৷ এই নিয়ে এদিন দুপুরে স্থানীয় নিবেদিতা স্কুলের সামনে দুই পক্ষের ছেলেদের মধ্যে গোলমাল হয়৷ বচসা থেকে হাতাহাতিও হয়৷ পূর্ণচন্দ্র মাঝি বিষয়টির নিষ্পত্তি করার জন্য সালিশি সভা ডাকেন৷ স্থানীয় চণ্ডীমন্ডপে সন্ধ্যাবেলায় সালিশি সভায় পাড়ার ক্লাবের জুনিয়রদের ডেকে ক্ষমা চাইতে বলা হয়৷ পাঁচিলে বসে আড্ডা মেরে কাউকে কটূক্তি ও উত্যক্ত করা যাবে না বলেও নিদান দেন পূর্ণচন্দ্র৷

রাজ্যে কাজ করতে গিয়ে কী পরিস্থিতিতে পড়তে হয় পুলিশকে?

অভিযোগ, এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি গ্রামের যুবকদের কয়েকজন৷ সালিশি সভাতেই অসন্তোষ প্রকাশ করে এক পক্ষ৷ এর পরেই বাড়ি ফেরার পথে প্রহৃত হন পূর্ণচন্দ্র মাঝি৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে৷ তবে সালিশি সভার জেরেই এই খুন কি না, তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ৷ স্থানীয় কয়েকজনের তথ্যে মূল অভিযুক্ত হিসাবে পাড়ার যুবক রাহুল ঘোষের নাম উঠে এসেছে৷ রাহুলের বন্ধুদের আটক করে চলছে জিজ্ঞাসাবাদ৷

পরিবারের সদস্যদের প্রহারেই মৃ্ত্যু যুবকের

The post তরুণীকে কটূক্তি, সালিশিতে নিদান দিয়ে ফেরার পথে খুন ব্যক্তি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement