shono
Advertisement
Habra

সমবায় সমিতির কোটি কোটি টাকা হাতিয়ে সপরিবারে উধাও ম্যানেজার! প্রবল শোরগোল হাবড়ায়

পুলিশের দ্বারস্থ প্রতারিতরা।
Published By: Tiyasha SarkarPosted: 06:01 PM Apr 14, 2025Updated: 06:01 PM Apr 14, 2025

অর্ণব দাস, বারাসত: সমবায় সমিতির কোটি কোটি টাকা হাতিয়ে সপরিবারে উধাও ম্যানেজার! এই অভিযোগকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার হাবড়ার আনোয়ারবেড়িয়ায়। টাকা ফেরত পেতে পুলিশের দ্বারস্থ প্রতারিতরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনোয়ারবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিটি চালাচ্ছিলেন গ্রামেরই বাসিন্দা রবিউল হক। তাঁর স্ত্রী ফরিদা বিবি এবং তাঁদের তিন ছেলেও যুক্ত ছিলেন। গ্রামের প্রায় শতাধিক গ্রাহক এই সমবায় সমিতিতে সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রেখেছিলেন। গচ্ছিত অর্থের পরিমাণ কয়েক কোটি টাকা। অভিযোগ, বছর দুই আগে আনোয়ারবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তালা ঝুলিয়ে ম্যানেজার রবিউল হক এবং তাঁর পরিবারের লোকজন বেপাত্তা হয়ে যায়। তবুও গ্রাহকরা আশায় ছিলেন, রবিউল হয়তো ফিরে আসবেন। কিন্তু দীর্ঘদিন সে না ফেরার সম্প্রতি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সোমবার গ্রাহকরা একজোট হয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রতারিত গ্রাহক মহম্মদ ইলিয়াস মণ্ডল বলেন, "টাকা ফেরত পাওয়ার আশায় ছিলাম। কিন্তু সম্প্রতি আমরা জেনেছি, সমবায় সমিতির ম্যানেজার রবিউল হক নিজেদের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে বাড়ি বন্দক দিয়ে টাকাপয়সা নিয়ে চম্পট দিয়েছে। এরপরই প্রতারিত হয়েছি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছি।" এই প্রসঙ্গে জেলা কো-অপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রার দেবলীনা হাজরা জানিয়েছেন, "সমবায়ের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।" উল্লেখ্য, জেলার সর্বত্র সমবায় সমিতির নির্বাচন হয়নি। ফলে বোর্ড গঠনও হয়নি। আনোয়ারবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিও তাঁর মধ্যে একটি। এই বোর্ড গঠন না হওয়ায় সমবায় সমিতিগুলিতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হওয়াকে কাজে লাগিয়ে প্রতারণা হয়েছে বলেই দাবি গ্রাহকদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমবায় সমিতির কোটি কোটি টাকা হাতিয়ে সপরিবারে উধাও ম্যানেজার।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার হাবড়ার আনোয়ারবেড়িয়ায়।
  • টাকা ফেরত পেতে পুলিশের দ্বারস্থ প্রতারিতরা।
Advertisement