shono
Advertisement

ছাত্র সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর কলেজ

বিবাদমান গোষ্ঠীর প্রত্যেকেরই দাবি, এদিনই ছাত্র সংসদ গঠন করতে হবে৷ The post ছাত্র সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর কলেজ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:54 PM Feb 09, 2017Updated: 11:58 AM Feb 09, 2017

ব্রতীন দাস: ছাত্র সংসদ গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজ৷ চলল গুলি৷ জখম অন্তত দশ৷ আক্রান্ত পুলিশ৷ ভাঙচুর করা হয়েছে পুলিশের জিপ৷ তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো উত্তাল হয়ে ওঠে কলেজ প্রাঙ্গন৷ লাঠি, বাঁশ, রড হাতে কলেজে ঢুকে তাণ্ডব চালাতে থাকে দু’পক্ষই৷ পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়৷ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় পুলিশের তরফে৷ হামলায় জখম এক এএসআই-সহ দুই পুলিশ কর্মী৷ তাদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরির গোষ্ঠীর সঙ্গে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া ইসলামপুরের বর্তমান বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের অনুগামীদের মধ্যে কলেজের ক্ষমতা কাদের দখলে থাকবে তা নিয়েই মারপিট৷

Advertisement

জয়শ্রীর সঙ্গে সম্পর্কের কথা জেনে ফেলাতেই খুন হন আকাঙক্ষা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসলামপুর কলেজে আগেই জয়ী হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ৷ কিন্তু কোন গোষ্ঠী থেকে জিএস নির্বাচন হবে তা নিয়েই বিবাদের জেরে এদিনের ঘটনা৷ বাইরে থেকে লোকজন নিয়ে এসে কানাইয়ালাল আগরওয়াল কলেজে বোমাবাজি করছে বলে অভিযোগ করেছেন করিম৷ পাল্টা তোপ কানাইয়ালালের৷ এদিনের ঘটনায় তাঁর কোনও ভূমিকায় নেই বলে দাবি তাঁর৷ শুধু দু-পক্ষের মধ্যে মারপিট নয়, কলেজে ঢুকে যথেচ্ছভাবে ভাঙচুর করা হয়েছে চেয়ার, টেবিল-সহ অন্যান্য আসবাবপত্র৷ দফায় দফায় গন্ডগোল তীব্র আকার নেয়৷ কলেজের গেটের সামনে লাঠি-রড নিয়ে কানাইয়া গোষ্ঠীর লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান গোষ্ঠীর লোকজন জড়ো হয় বলে অভিযোগ৷ বিরোধীপক্ষের দাবি, হামিদুর গোষ্ঠীর লোকেরাই গুলি চালিয়েছে৷ পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দেখে ১২ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও শূন্যে এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ৷ যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে পুলিশ৷ এখনও কলেজের ভিতরে অশান্তি চলছে৷ বিবাদমান গোষ্ঠীর প্রত্যেকেরই দাবি, এদিনই ছাত্র সংসদ গঠন করতে হবে৷

চা বাগানের নালায় দেখা মিলল চিতা শাবকদের, আতঙ্কে শ্রমিকরা

The post ছাত্র সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুর কলেজ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement