shono
Advertisement
Fire

বীরভূমে কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা

আতঙ্কে এলাকার বাসিন্দারা।
Posted: 06:43 PM May 05, 2024Updated: 07:40 PM May 05, 2024

নন্দন দত্ত, সিউড়ি: কাগজের গুদামে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় মুড়ল গোটা এলাকা। পুড়ে ছাই কাগজের কার্টুন, সাইকেল-সহ বহু সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বীরভূমের সিউড়িতে (Suri)। গুদাম মালিকের দাবি, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ লক্ষ টাকার সামগ্রী।

Advertisement

জানা গিয়েছে, রবিবার দুপুরে সিউড়ির ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে রেলগেটের কাছে আবদারপুরের প্রফেসর কলোনিতে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরই দেখা যায়, এলাকায় থাকা গুদামে দাউ দাউ করে জ্বলছে আগুন। এলাকার বাসিন্দা প্রদীপ দে জানান, প্রায়ই ফাঁকা মাঠের ঘাসে কেউ আগুন ধরিয়ে চলে যায়। এদিন কোনওভাবেই সেই আগুন ছড়িয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে লেলিহান শিখা।

[আরও পড়ুন: আচমকা ‘বেঁচে’ উঠল মৃত কিশোর! কাটোয়া হাসপাতালে ধুন্ধুমার]

গুদামের কর্মী শেখ সাজন জানান, গুদামের পাশে একটি ফাঁকা জমি রয়েছে। সেখানকার মালিকই রবিবার দুপুর ২ টো নাগাদ আগুন ধরিয়ে গিয়েছিল। নজরে পড়ার পর তিনি আগুন তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে গিয়েছে। গুদামের মালিক শেখ সাফি জানান, "তাঁর ১৫ লক্ষ টাকা সামগ্রী নষ্ট হয়েছে। তার আড়তে ৩০ জন ফেরিওয়ালার সামগ্রী ও সাইকেল রাখা থাকে। আগুনে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।"

[আরও পড়ুন: ‘লজ্জা হওয়া উচিত’, শ্লীলতাহানি ইস্যুতে রাজ্যপালকে CCTV ফুটেজ চ্যালেঞ্জ অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাগজ ও লোহার গুদামে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় মুড়ল গোটা এলাকা। পুড়ে ছাই কাগজের কার্টুন-সহ বহু সামগ্রী।
  • ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বীরভূমের সিউড়িতে।
  • গুদাম মালিকের দাবি, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ লক্ষ টাকার সামগ্রী।
Advertisement