shono
Advertisement

৪৮ ঘণ্টা পরও খোঁজ নেই নোডাল অফিসারের, মানসিক অবসাদের তত্ত্ব খারিজ স্ত্রী’র

উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন স্ত্রী৷ The post ৪৮ ঘণ্টা পরও খোঁজ নেই নোডাল অফিসারের, মানসিক অবসাদের তত্ত্ব খারিজ স্ত্রী’র appeared first on Sangbad Pratidin.
Posted: 02:28 PM Apr 20, 2019Updated: 03:52 PM Apr 20, 2019

পলাশ পাত্র, তেহট্ট:  নদিয়ার দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার অর্ণব রায় নিখোঁজের পর কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘণ্টা৷ এখনও তাঁর সন্ধান পাওয়া যায়নি৷ তার মাঝেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে তাঁর মানসিক পরিস্থিতি নিয়ে৷ এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই বিতর্কে জল ঢাললেন নিখোঁজ আধিকারিকের স্ত্রী অনীশা যশ৷ উলটে তাঁর অভিযোগ, সংবাদমাধ্যম বিষয়টি অতিরঞ্জিত করছে৷

Advertisement

[ আরও পড়ুন: বিরোধী এজেন্টরা যেন বুথে বসতে না পারে, হুমকি ভাঙড়ের তৃণমূল নেতার]

ছ’মাস ধরে একে-অপরকে চিনতেন অর্ণব-অনীশা৷ পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত৷ দাম্পত্য সম্পর্ক দু’বছরের৷ কাজের ব্যস্ততা থাকলেও, স্বামী-স্ত্রীর সম্পর্কের উষ্ণতা ছিল একইরকম৷ কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে বদলেছে চেনা সংসারের ছবিটা৷ নিখোঁজ হয়ে গিয়েছেন কৃষ্ণনগরে ইভিএম এবং ভিভিপ্যাটের দায়িত্বে থাকা আধিকারিক অর্ণব রায়৷ সারা রাতভর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাঁকে৷ দফায় দফায় পুলিশ সুপার, জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন অর্ণবের স্ত্রী অনীশাও৷ কিন্তু তাতেও কোনও সূত্র পাওয়া যায়নি৷ মোবাইল নম্বর সুইচড অফ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করাও যাচ্ছে না৷ সময় যত গড়াচ্ছে, ততই চড়ছে উদ্বেগের পারদ৷ কেউ বা কারা রাজনৈতিক চক্রান্ত করে কি অপহরণ করেছে তাঁকে? উঠেছে বড়সড় প্রশ্ন৷

[ আরও পড়ুন: ‘জেতার জন্য বাংলাদেশি এনে প্রচার’, ফিরদৌস-নূর প্রসঙ্গে কটাক্ষ মোদির]

ইতিমধ্যেই গুজব রটেছে, মানসিক অবসাদ থেকেই নাকি নিখোঁজ হয়ে গিয়েছেন অর্ণব৷ সেই গুজবেরই জবাব দিলেন নিখোঁজ নোডাল অফিসারের স্ত্রী৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তাঁর স্বামী মানসিক অবসাদে ভুগছিলেন না৷  যদি নিজে ইচ্ছা করে কোথাও চলে যেতেন তিনি, তাহলে সঙ্গে করে ভোটার আইডেনটিটি কার্ড এবং প্যান কার্ড নিয়ে যেতেন অর্ণব৷ চোখের জল মুছতে মুছতে অনীশা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোনোর পর ছ’বার স্বামী সঙ্গে কথা হয়েছিল তাঁর৷ কৃষ্ণনগর গর্ভনমেন্ট কলেজে দেখা হয়েছিল দু’জনের৷ সেই শেষ দেখা স্বামী-স্ত্রীর৷ মানসিক অবসাদে নিখোঁজ হয়ে যাওয়ার তত্ত্বে আমল না দিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন অনীশা৷ একই অবস্থা অর্ণবের বাবা-মায়ের৷ কখন খোঁজ মিলবে ছেলের, সেই অপেক্ষায় প্রহর গুনছেন তাঁরা৷

The post ৪৮ ঘণ্টা পরও খোঁজ নেই নোডাল অফিসারের, মানসিক অবসাদের তত্ত্ব খারিজ স্ত্রী’র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement