shono
Advertisement
Siliguri

শিলিগুড়ি থেকে যাত্রী তুলতে পারবে না পাহাড়ের গাড়ি! বড়দিনের আগে হুঁশিয়ারি সমতলের চালকদের

পর্যটনে আশঙ্কার মেঘও তৈরি হয়েছে।
Published By: Suhrid DasPosted: 02:58 PM Dec 23, 2025Updated: 02:58 PM Dec 23, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: মরশুমে পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিংয়ে। সামনেই বড়দিন। তার এক সপ্তাহ পরেই বর্ষবরণ। এই সময় অনেক বেশি সংখ্যায় দার্জিলিং ও পাহাড়ের অফবিট জায়গায় ঘুরতে যাবেন বলে মত ব্যবসায়ীদের। তবে এই মুহূর্তে আশঙ্কার মেঘও তৈরি হয়েছে। পাহাড় ও সমতলের গাড়ির চালকদের সমস্যার জট এখনও কাটেনি। তার মধ্যেই ফের হুঁশিয়ারি দিয়েছেন সমতলের গাড়ির চালকরা। পাহাড় থেকে আসা কোনও গাড়িকে সমতল থেকে যাত্রী নিতে দেওয়া হবে না। এই কথা সাফ জানানো হয়েছে। সোমবার এই বিষয়ে চালকদের তরফে প্রশাসনের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

Advertisement

পাহাড়ের চালকরা 'দাদাগিরি' করছেন বলে অভিযোগ। সেজন্যই এই পথে হেঁটে কঠিন সিদ্ধান্ত নিতে হল, এমন জানিয়েছেন পর্যটন ব্যবসায়ী দেবাশিস মৈত্র। তাঁর কথায়, "আর কোনও ছাড় নেই। আমরা পাহাড়ে গাড়ি না চালাতে পারলে ওরাও সমতলে চালাতে পারবে না।" প্রসঙ্গত, শিলিগুড়ি-সহ সমতলের অন্যান্য জায়গার গাড়িচালকরা পাহাড়ে যাত্রী নিয়ে ফিরতে বা চালাতে পারবেন না বলে পাহাড়ের চালকরা জানিয়ে দিয়েছিল। বেশ কিছু সময় ধরে পাহাড় ও সমতলের গাড়ির চালকদের মধ্যে এই বিষয়ে দ্বন্দ্ব, বিবাদ চলছে। এবার সমতলের গাড়ির চালকদের এই সিদ্ধান্তে জটিলতা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পর্যটনের মরশুমে পর্যটকরা সমস্যায় পড়তে পারেন! গাড়ি না পেয়ে পর্যটকরা হেনস্থার মুখে পড়তে পারেন, সেই আশঙ্কাও করা হয়েছে!

এই বিষয়ে আগামী ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে সমতলের চালকদের তরফে। পাহাড় ও সমতলের গাড়ির চালকদের মধ্যে সমস্যা লেগেই রয়েছে! পাহাড়ে গিয়ে সমতলের গাড়ির চালকরা সাইট সিন করাতে পারবে না। অথচ পাহাড়ে গাড়ি সমতলে এসে পর্যটক নিয়ে চলে যাচ্ছে। এই অভিযোগ সমতলের গাড়ি চালকদের। সোমবার চালকরা মহকুমা শাসক, জেলাশাসক, পুলিশ সুপার, জিটিএ প্রধানকে এই বিষয়ে স্মারকলিপি দেন। এবিষয়ে গাড়ির চালক সমীর পান্ডে বলেন, "আমরা তো এবার না খেয়ে মরব। ওদের জ্বালাতনে গাড়ি চালানো যাচ্ছেনা। প্রশাসন সব জেনেও চুপ হয়ে রয়েছে। তাই এবার আমরাও ওদের পালটা দেব।"

অন্যদিকে, পর্যটন ব্যবসায়ী দেবাশিস মৈত্র বলেন, "প্রশাসন সব জানে। তবুও তারা নিশ্চুপ। কোনও পদক্ষেপ নিচ্ছে না। এই যে টাইগার হিল যাচ্ছে না, তা নিয়েও প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই। পাহাড় সমতল দুটোই বাংলায়। তারপরেও তারা সমতলের গাড়ি দেখলেই তেড়ে আসছে। তাই এবার আমরা তাদের সমতলে এসে যাত্রী নিয়ে যেতে দেব না।" সমতলের চালকদের হেনস্থা করা হলে আগামীতে ধর্মঘটের পথে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাহাড় থেকে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ গাড়ি আসে সমতলে যাত্রী নিয়ে যাতাযায় করে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মরশুমে পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিংয়ে।
  • সামনেই বড়দিন। তার এক সপ্তাহ পরেই বর্ষবরণ।
  • এই সময় অনেক বেশি সংখ্যায় দার্জিলিং ও পাহাড়ের অফবিট জায়গায় ঘুরতে যাবেন বলে মত ব্যবসায়ীদের।
Advertisement