shono
Advertisement

Breaking News

Jaynagar

প্রেমে টানাপোড়েনের জেরেই জয়নগরে খুন মুর্শিদাবাদের যুবতী, ৭ দিনে কিনারা পুলিশের

জয়নগরে যুবতী খুনের ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত ৷
Published By: Paramita PaulPosted: 06:28 PM Jan 28, 2025Updated: 06:28 PM Jan 28, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরেই জয়নগরে খুন হয়েছিল মুর্শিদাবাদের যুবতী ৷ অজ্ঞাত পরিচয় ওই যুবতীর দেহ পাওয়া গিয়েছিল মাঠের পাশে। মহিলার মোবাইল থেকে দুজনের একসাথে ছবির সূত্র ধরে সাতদিনের মাথায় খুনের কিনারা করল পুলিশ ৷ জয়নগরে যুবতী খুনের ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত ৷

Advertisement

ধৃতের নাম গিয়াসউদ্দিন গাজী ৷ তাকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কর্মসূত্রে গুজরাটে থাকত বকুলতলা থানা এলাকার মনিরতটের বাসিন্দা গিয়াসুদ্দিন ৷ সোশাল মিডিয়ায় তার সঙ্গে আলাপ হয় মুর্শিদাবাদের বাসিন্দা লতিফা খাতুনের ৷ দুজনেই বিবাহিত ৷ দুজনরেই একাধিক প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে ৷ আলাপের পর ক্রমে দুজনের সম্পর্ক নিবিড় হয় ৷ মাঝেমধ্যেই গিয়াসুদ্দিনের কাছে টাকা চাইত লতিফা ৷ তা নিয়ে সম্প্রতি তাদের মধ্যে অশান্তি তৈরি হয় ৷ গিয়াসুদ্দিন ছাড়াও আরও একাধিকজনের সাথে সম্পর্ক তৈরি হয় লতিফার ৷ বিষযটি জানতে পারে গিয়াসুদ্দিন ৷ তারপর থেকেই দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে ৷ মাঝেমধ্যেই অতিরিক্ত টাকার দাবি টানতে পারছিল না গিয়াসুদ্দিন ৷ সেই কারণেই তাকে খুনের পরিকল্পনা করে ৷ নিজের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে মুর্শিদাবাদ থেকে লতিফাকে নিজের বাড়িতে ডাকে গিয়াসুদ্দিন ৷ তারপর তাকে খুন করে ফাঁকা মাঠের পাশে ফেলে দেওয়া হয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮ তারিখ গভীর রাতে খুন করা হয় লতিফাকে। তার দেহ ফেলা হয় জয়নগরের মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের পাশে ৷ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে লতিফা ও গিয়াসুদ্দিনের একসাথে ছবি পায় পুলিশ ৷ গিয়াসুদ্দিনের সাথে লতিফার সম্পর্কের বিষয়টি তখনই সামনে আসে ৷ ঘটনার পর থেকেই পলাতক ছিল গিয়াসুদ্দিন ৷ কয়েকদিন যাবত সে শ্বশুরবাড়িতে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে ৷ কুলতলি থানা এলাকায় গিয়াসুদ্দিনের শ্বশুরবাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে ৷ পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই জানানো হয়েছে জেলা পুলিশ সূত্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরেই জয়নগরে খুন হয়েছিল মুর্শিদাবাদের যুবতী ৷
  • অজ্ঞাত পরিচয় ওই যুবতীর দেহ পাওয়া গিয়েছিল মাঠের পাশে।
  • মহিলার মোবাইল থেকে দুজনের একসাথে ছবির সূত্র ধরে সাতদিনের মাথায় খুনের কিনারা করল পুলিশ ৷
Advertisement