পিকনিকে গিয়ে এক বৃদ্ধের রহস্যমৃত্যু! শুধু তাই নয়, মৃতদেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করছিলেন সঙ্গীরা। ওই ঘটনা দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় ওই ব্যক্তির চার সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে (Sonarpur)। মৃত ওই ব্যক্তির নাম ক্ষুদিরাম মণ্ডল। বাড়ি টালিগঞ্জ এলাকায়।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার ঘাসিয়াড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকায় কয়েকজন এক বৃদ্ধের দেহ রাস্তার ধারে ফেলে রেখে পালানোর চেষ্টা করছিলেন। ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত তৎপর হয়ে ওঠেন। গাড়ি নিয়ে ওই এলাকায় এসেছিলেন ওই কয়েকজন ব্যক্তি। দেহ ফেলে গাড়িতে করে তাঁরা পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু স্থানীয়রা তাঁদের ধরে ফেলে।
খবর দেওয়া হয় সোনারপুর (Sonarpur) থানায়। পুলিশ গিয়ে ওই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে জানিয়ে দেন আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বছর ৬০-এর বৃদ্ধ ক্ষুদিরাম মণ্ডলের বাড়ি টালিগঞ্জ এলাকায়। এদিন তাঁরা পিকনিক করতে গিয়েছিলেন। পিকনিকেই ওই রহস্যমৃত্যু হয়েছে বলে পুলিশ মনে করছে। বচসার জেরে কি তাঁকে কোনওভাবে খুন করা হয়েছে? নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। ময়নাতদন্তের রিপোর্ট না এলে এই রহস্যমৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। এমনই জানিয়েছে পুলিশ।
মৃতের পরিবারকে ওই দুঃসংবাদের কথা জানানো হয়েছে। তবে এদিন বিকেল পর্যন্ত ওই মৃত্যুর ঘটনায় খুনের কোনও অভিযোগ দায়ের হয়নি বলে খবর। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও রুজু করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃতদেহ রাস্তার ধারে রাখতে আসা ব্যক্তিরা সকলেই মদ্যপ ছিলেন। অতিরিক্ত মদ্যপানের জন্যই কি মৃত্যু? সেই প্রশ্নও উঠেছে।
