shono
Advertisement
Pakistan

পাক জেলে বাংলার মৎস্যজীবীর রহস্যমৃত্যু! দেহ ফেরাতে তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক

বছর ২ আগে পাক জলপুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন কাঁথির মৎস্যজীবী।
Published By: Sucheta SenguptaPosted: 05:04 PM Nov 29, 2025Updated: 05:06 PM Nov 29, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: পাকিস্তানের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য! পূর্ব মেদিনীপুরের বামুনিয়ার পাইকবার গ্রামের মৎস্যজীবী বছর দুই আগে পাক জলপুলিশের হাতে আটক হয়ে জেলবন্দি হন। সম্প্রতি জেলে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছয় পরিবারের কাছে। এই দুঃসংবাদে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পাক জেল থেকে মৎস্যজীবীর দেহ ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েছে পরিবার। পাকিস্তানের তরফে নয়াদিল্লিতে চিঠি পাঠিয়ে এ ব্যাপারে পদক্ষেপের কথাও জানানো হয়েছে। আগামী ৪ ডিসেম্বর আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেহ হস্তান্তর করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি বিধানসভা এলাকার পাইকবার গ্রামের মৎস্যজীবী স্বপন রানা। পরিবার সূত্রে খবর, বছর দুই আগে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে জলসীমান্ত অতিক্রম করার অভিযোগে পাকিস্তানের জল পুলিশের হাতে আটক হয়েছিলেন। এরপর দীর্ঘ দুই বছর জেলবন্দি থাকার পর হঠাৎ তাঁর মৃত্যুসংবাদ পৌঁছয় পাইকবার গ্রামের বাড়িতে। পরিবার ও এলাকাবাসীর দাবি, স্বপন রানার মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। বন্দিদশায় তাঁর চিকিৎসা, নিরাপত্তা আদৌ ঠিক ছিল কিনা, সেই প্রশ্ন উঠেছে। এসব নিয়ে স্পষ্ট তথ্যই নেই তাঁদের কাছে। ফলে এই মৃত্যু ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। পাইকবার গ্রামের বাসিন্দারা স্বপন রানার মৃত্যুসংবাদ পেয়ে চূড়ান্ত হতাশ। বলছেন, ''পরিশ্রমী, শান্ত মানুষ ছিলেন স্বপন। এমন অস্বাভাবিক মৃত্যুসংবাদ মানা কঠিন।''

এই দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল। তিনি নিজে স্বপন রানার পরিবারের সঙ্গে কথা বলে সাহায্য ও সর্বতোভাবে সহযোগিতা করেছেন। তিনি বলেন, ''স্বপন রানা আমাদের মৎস্যজীবী সমাজের একজন। তাঁর মৃত্যুতে পরিবারকে একা থাকতে দেব না। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমরা সবরকম সাহায্য করব।''

শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। প্রশাসন জানিয়েছে, সরকারি উদ্যোগে স্বপন রানার দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কূটনৈতিক পথেই দেহ ফেরানোর প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্রমন্ত্রকে আসা পাকিস্তানের একটি চিঠি থেকে জানা যাচ্ছে, আগামী ৪ ডিসেম্বর আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেহ হস্তান্তর করা হবে। ওই চিঠিতে স্বপন রানার মৃত্যুর নেপথ্যে স্বাস্থ্যজনিত অবনতির কথা বলা হয়েছে। যদিও তা মানতে নারাজ পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীর রহস্যমৃত্যু!
  • বছর ২ আগে পাক জলপুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন কাঁথির মৎস্যজীবী।
  • তাঁর দেহ ফেরাতে তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে।
Advertisement