shono
Advertisement
Bardhaman

১২ ঘণ্টার বেশি সময় নিখোঁজ, বর্ধমানের তৃণমূল নেতার দেহ মিলল পুকুরে! খুন নাকি অন্য কিছু?

দেহ উদ্ধার করে তদন্তে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 02:13 PM Nov 30, 2025Updated: 02:21 PM Nov 30, 2025

সৌরভ মাজি, বর্ধমান: বর্ধমানে তৃণমূল নেতার রহস্যমৃত্যু! বাড়ি থেকে দূরে রাস্তার ধারের পুকুরে দেহ উদ্ধার। খুন নাকি, দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা। পরিবার জানিয়েছে, শনিবার সকালে কাজে বেরিয়ে দুপুর থেকে নিখোঁজ। যোগাযোগ করার চেষ্টা করেও ফোনে পাননি পরিবারের সদস্যরা। অবশেষে রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম শুভেন্দু মালিক ওরফে হাবল। তিনি বর্ধমানের পারুল গ্রামের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১১৪ নম্বর বুথের সদস্য। শনিবার সকালে তিনি কাজে বেরন। দুপুর তিনটে থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা। পঞ্চায়েতের প্রধান থেকে উপপ্রধানরা ফোন করেও পাননি। ফোন সুইচ অফ ছিল বলে জানিয়েছেন সকলে।

এরপর আজ, রবিবার সকালে ইটলা গ্রামে একটি পুকুরে মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা। তাঁর বাইকটি পুকুর পাড়েই পড়ে ছিল। খবর দেওয়া হয় পুলিশে। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। তাঁকে খুন করা হয়েছে, নাকি দুর্ঘটনায় পড়ে তাঁর মৃত্যু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে জানিয়েছে পুলিশ। 

তৃণমূলের জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, "শনিবার থেকে ওঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে শুনেছি। আজ, সকালে দেহ উদ্ধার। পাশেই বাইকটি অন অবস্থায় রয়েছে। কী কারণে মৃত্যু তা স্পষ্ট নয়। পুলিশকে খবর দিই। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করে আসল কারণ বার করুক।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ধমানে তৃণমূল নেতার রহস্যমৃত্যু! বাড়ি থেকে দূরে রাস্তার ধারের পুকুরে দেহ উদ্ধার।
  • খুন নাকি, দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা।
  • পরিবার জানিয়েছে, শনিবার সকালে কাজে বেরিয়ে দুপুর থেকে নিখোঁজ ছিলেন।
Advertisement