shono
Advertisement

ফাঁকা বাড়িতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

অভিযোগের পর থেকে নিখোঁজ ছিল অভিযুক্ত। The post ফাঁকা বাড়িতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার সত্তরোর্ধ্ব বৃদ্ধ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:32 PM Jun 05, 2018Updated: 04:47 PM Jun 05, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: দিন দুই আগে মূক ও বধির তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এক সত্তরোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল নদিয়ার ধানতলা থানার দৌলা কালীতলা গ্রামে। অভিযোগ ছিল, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত বৃদ্ধকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[ তৃণমূল নেতা খুনের জের, বনধের চেহারা বাগনানে ]

অভিযুক্ত বৃদ্ধের নাম পবিত্র গায়েন। পেশায় হাতুড়ে চিকিৎসক। তরুণী বৃদ্ধের প্রতিবেশী ছিলেন। ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নিখোঁজ ছিল সে। গতকাল রাতে প্রতিবেশীরা লক্ষ্য করেন বাড়ি ফিরে এসেছে অভিযুক্ত বৃদ্ধ। তারাই পুলিশকে খবর দেয়। গ্রেপ্তারের পর পবিত্র গায়েন পুলিশকে জানিয়েছে, তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ তুলেছেন ওই যুবতী ও তাঁর পরিবার। ওই যুবতী মূক ও বধির তো বটেই। সেই সঙ্গে মানসিক ভারসাম্যহীন। প্রায়ই এলাকায় অনেকের কাছে টাকা চাইতেন তিনি। পবিত্র গায়েনের থেকেও টাকা নেন। কথামতো টাকা দেয় বৃদ্ধ। তারপরও তার বিরুদ্ধে কেন অভিযোগ উঠল, তা জানে না বলেই পুলিশকে জানিয়েছে অভিযুক্ত।

[ রেশনের চাল পাচারের সময় পাকড়াও যুবক, রাতভর আটকে রাখলেন বাসিন্দারা ]

সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধের স্ত্রী আগেই মারা গিয়েছেন। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে সে ছাড়া আর কেউ থাকে না। তার বাড়ির পাশেই পঁচিশ বছরের ওই মূক ও বধির তরুণীর বাড়ি। তরুণীর মায়ের অভিযোগ, “আমার মেয়ে এমনিতেই কথা বলতে পারে না। কানেও শুনতে পায় না। মাথারও কিছু গোলমাল রয়েছে। যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরাই খোঁজ খবর ধরে বাড়িতে নিয়ে আসি। তিনদিন আগে একইরকমভাবে বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিল সে। রাত আটটা নাগাদ বাড়ি ফেরে। ওই দিন বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী পবিত্র গায়েন আমার মেয়েকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়।”

এরপরই ধর্ষণের অভিযোগ তুলে তিনি জানান, ওই দিন রাতে বাড়ি ফেরার পর আকার ইঙ্গিতে ধর্ষণের কথা বলে তাঁর মেয়ে। এও জানান, পবিত্র গায়েন তাঁকে ধর্ষণ করেছে। পরদিনই নির্যাতিতার পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

The post ফাঁকা বাড়িতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার সত্তরোর্ধ্ব বৃদ্ধ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement